শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৪ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অযথা ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করুন, নইলে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে’

সাব্বির আহমেদ : বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতীকী অনশন থেকে ফেরার পথে বিনা কারণে পুলিশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আপ্যায়ন সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ, স্বাস্থ্য সম্পাদক মাহমুদুল হাসান, ঢাবি কবি জসিমউদ্দিন হল ছাত্রদল নেতা তাজসহ প্রায় বিশজন নেতাকর্মীদের আটকের দাবি করছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতারা বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যখন লড়াই করছিলেন তখন অন্যায়ভাবে, নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার মাধ্যমে তাকে কারাগারে দীর্ঘদিন ধরে অন্তরীণ করে রাখা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ছাত্রদল নেতা-কর্মীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছেন, তখন অবৈধ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের কর্মী বানিয়ে ধারাবাহিকভাবে ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতার করছে।

তাদের দাবি, কোন কারণ ছাড়াই দেশব্যাপী ছাত্রদল নেতা-কর্মীদের টার্গেট করে গ্রেফতার, গ্রেফতারের উদ্দেশ্যে প্রতিনিয়ত নেতা-কর্মীদের বাসায় তল্লাসির নামে ভাংচুর ও পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করছে।

নেতারা অবিলম্বে গ্রেফতারকৃত সকল ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আপনারা আওয়ামী লীগের কর্মচারী নন, প্রজাতন্ত্রের কর্মচারী,অযথা ছাত্রদলের নেতাকর্মীদের হয়রানি, গ্রেফতার ও মামলা করবেন না। না হলে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়