শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে জুভেন্টাস ছাড়তে পারেন ডিবালা

স্পোর্টস ডেস্ক : আগামী জানুয়ারিতে জুভেন্টাস ছেড়ে যেতে পারেন আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড পাওলো ডিবালা। এমন দাবি করছেন ডিবালার প্রাক্তন ক্লাব পালেরমোর মালিক মরিসিও জাম্পারিনি। তবে ইতালি ছেড়ে ডিবালা কোথায় তরী ভেড়াবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। কিন্তু আভাস দিয়ে বলেছেন তাকে দলে টানার জন্য স্পেন ও ইংল্যান্ডের ক্লাব থেকে প্রস্তাব আসছে।

গত মাসে সিরি’আতে জুভেন্টাসের প্রথম ম্যাচে শিয়েভোর বিরুদ্ধে শুরু থেকেই একাদশে ছিলেন। কিন্তু পরের ম্যাচে ল্যাজিওর বিরুদ্ধে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে মাঠে নামেননি তিনি। তৃতীয় ম্যাচে পারমার বিপক্ষে বদলি হিসেবে নেমে খেলেন মাত্র ১০ মিনিট। তখন থেকেই গুঞ্জন ছড়াতে থাকে তুরিন ছাড়ছেন ডিবালা।

ক্লাবে বেশ নামডাক হলেও জাতীয় দলে ডিবালা ছিলেন উপেক্ষিত। ২৪ বছর বয়সি এ ফরোয়ার্ড আন্তর্জাতিক ক্যারিয়ারে কঠিন সময় পার করছেন। আর্জেন্টিনা দলের অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। আর সাবেক কোচ সাম্পাওলি মেসির সঙ্গে বোঝাপড়ার অভাব আছে এমন অভিযোগে বিশ্বকাপেও বেঞ্চেই থাকতে হয়েছিল ডিবালাকে।

২০১২ সালে আর্জেন্টাইন ক্লাব ইনস্তিতুতো থেকে ডিবালাকে পালেরমোতে নিয়ে এসেছিলেন জাম্পারিনি। ২০১৫ সালে তিনিই ডিবালাকে পালেরমো থেকে জুভেন্টাসে যাওয়ার অনুমতি দেন। তবে সাম্প্রতিক সময়ে জুভেন্টাস কোচ অ্যালেগ্রির আচরণই ডিবালাকে লা লিগায় যাওয়ার জন্য বাধ্য করছে বলে মনে করেন জাম্পারিনি।

ডিবালার জুভেন্টাস ছাড়া সম্পর্কে জাম্পারিনি বলেন, ‘প্রত্যেকবার ওকে (ডিবালা) বাইরে রাখা হচ্ছে, যা দেখে আমার কাঁদতে ইচ্ছে করে। অ্যালেগ্রির কারণেই তাকে বেঞ্চে থাকতে হচ্ছে। অ্যালেগ্রির পালেরমোতে আসা উচিত এবং লিগ জেতা দরকার।’

অতীতে বার্সেলোনা ডিবালাকে দলে টানার চেষ্টার কথা শোনা গেছে। ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রি করার পর রিয়াল মাদ্রিদও তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এ তালিকায় আরো আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়