শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১০ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সাথে পুনরায় বাণিজ্য আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ

 

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: পুনরায় বাণিজ্য নিয়ে আলোচনা করতে চীনকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টিভেন ম্যুচিন পুনরায় আলোচনায় বসতে চীনকে চিঠিও দিয়েছেন। বুধবার হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ফক্স বিজনেস নেটওয়ার্কে এ কথা জানান।

আমন্ত্রণটি এমন একটি সময় জানানো হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ২শ’ বিলিয়ন মার্কিন ডলারের শুল্কারোপ কার্যকর করতে যাচ্ছে। এ প্রসঙ্গে কুডলো বলেন, ‘চীন সরকারের আহ্বানে সাড়া দিয়ে পুনরায় আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে একমাত্র আলোচনাই সমাধানের পথ এনে দিতে পারে। দুই দেশের মধ্যে বৈঠকই বিশেষ করে যখন দেশটির ভাইস প্রিমিয়ারকে এ আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে।’

তবে আলোচনার কোনো সমাধান আসবে এ প্রসঙ্গে কোনো গ্যারান্টি দেন নি হোয়াইট হাউজের এ কর্মকর্তা। এমনকি দ্বিপাক্ষিক এ আলোচনাটি কবে, কোথায় বা কখন অনুষ্ঠিত হবে এ বিষয়েও কোনো তথ্য দেয়া হয় নি।

উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরে দুই দেশ ক্রমাগত পাল্টাপাল্টি শুল্কারোপে জড়িয়ে পড়ায় বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্র। গত মার্চে প্রথম চীনা পণ্যের ওপর শুল্কারোপ করে যুক্তরাষ্ট্র। এ মাসেও চীনকে দুইশ’ বিলিয়ন শুল্কারোপের হুমকি দিয়েছে দেশটি। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়