শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কাজ চলবে কিনা সিদ্ধান্ত হবে ২০ সেপ্টেম্বর

এসএম নুর মোহাম্মদ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ২০ সেপ্টেম্বর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম চলবে কিনা এ বিষয়ে সিদ্ধান্তও হবে ঐ দিন (২০ সেপ্টেম্বর)।

বৃহস্পতিবার শুনানি শেষে পুনরায় কেন্দ্রীয় কারাগারে বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান সিদ্ধান্তের জন্য এই দিন ধার্য করেন। সে পর্যন্ত খালেদা জিয়াসহ বাকি দুজন আসামি জামিন পেয়েছে বলে জানায় আদালত। এর আগে শুনানির শুরুতেই বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহম্মেদ তালুকদার মামলার কার্যক্রম মূলতবি করতে এবং তার সাথে দেখা করতে চেয়ে একটি লিখিত আবেদন জমা দেন আদালতে।

তারা বলেন, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ তাই তিনি আদালতে হাজির হতে পারেননি। আমরা ওনার সাথে দেখা করে মামলার বিষয়টি আদালতকে অবহিত করবো। অপর দিকে, দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কাজ চালানোর জন্য আবেদন করেন।

এছাড়া, বেগম খালেদা জিয়া এবং তার আইনজীবীরা মামলার বিচার কাজে সহযোগিতা করতে না চাইলে, রায়ের তারিখ নির্ধারণের জন্য আদালতের কাছে আবেদন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়