শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, থানায় মামলা

ফয়সল বিন ইসলাম নয়ন, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়ে ৫ মাসের অন্ত:সত্ত্বার ঘটনায় অবশেষে ভোলা সদর মডেল থানায় ১০-৯-২০১৮ ইং তারিখে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুদ্ধি প্রতিবন্ধী রেহানার মা মনোয়ারা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন যাহার নং ১৩।

সরেজমিনে গিয়ে জানাযায়, উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আরফান আলী হাওলাদার বাড়ীর আলমগীর হাওলাদারের প্রতিবন্ধী কিশোরী (২০) মেয়ে রেহানা আক্তার কে একই এলাকার পার্শ্ববর্তী সামছুল হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (৪০) গত ৫ মাস পূর্বে রেহানাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে।

ঘটনার পর তাৎক্ষণিক কিশোরীর মা ও বাবা হানিফের বড় ভাই হারুন হাওলাদারসহ (৪,৫,৬) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আরজু বেগম ও তার স্বামী বুলু মোল্লাকে জানান।

কিন্তু ঘটনার ৫ মাস অতিবাহিত হলেও তারা কেউ ঘটনার কোনো বিচার না করে উল্টো ঘটনাটি ধামাচাপার জন্য লাখ টাকা নিয়ে রেহানের পরিবারকে চুপ থাকার জন্য হুমকি প্রদান করে।

এদিকে ঘটনাটি প্রথম থেকেই ধামাচাপার জন্য ধর্ষক লম্পট হানিফের পক্ষ অবলম্বন করে (৪,৫,৬) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার আরজু বেগমের স্বামী বুলু মোল্লাসহ একটি কু-চক্রী মহল দৌড়ঝাপ চালিয়ে আসছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

অন্যদিকে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনাটি এতদিন বুলু মোল্লা স্থানীয়ভাবে ধামাচাপা দিয়ে আসলেও (৯ সেপ্টেম্বর) বহুল প্রচারিত আমাদের সময়.কমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর নজরে আসে। তার নির্দেশে ভোলা থানার উপ-পরিদশক মো: বশির উদ্দিন খান, আমিনুল ইসলাম এবং এএস আই মো: সাইদসহ পুলিশের একটি টিম পর দিন সকালেই ধর্ষক হানিফকে গ্রেফতারের জন্য পুরো উওর দিঘলদী ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়। কিন্তু সে পলাতক থাকায় এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে পুলিশ জানান।

স্থানীয়রা জানান, সংরক্ষিত মহিলা মেম্বার আরজু বেগমের স্বামী বুলু মোল্লা একাধিক নারী কেলেঙ্করীসহ নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িত। গত চার মাস পূর্বে নতুন মসজিদ এলাকার পূর্বপাশে এক গৃহবধূর সাথে রাতের আধারে অনৈতিক কাজে মেলা মেশা অবস্থায় স্থানীয় জনতা হাতে নাতে ধরে বুলু মোল্লাকে উওম মাধ্যম দেয়। একপর্যায় সে জনরোষ থেকে বাঁচতে উলঙ্গ অবস্থায় পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা। অপরদিকে ভিজিডি, ভিজিএফ এর কার্ড দেওয়ার নাম করে দুস্থ: মহিলাদের সাথেও যৌন হয়রানি এবং টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়