শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪২ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেএসডি’র সভাপতির বাসায় আজ বসছেন যুক্তফ্রন্ট ও প্রস্তাবিত জাতীয় ঐক্যের নেতারা

আবু হায়াত মাহমুদ : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় আজ বৈঠকে বসবেন যুক্তফ্রন্ট ও গণফোরামের শীর্ষ নেতারা। আজ রাতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে যুক্তফ্রন্টের নির্ভরযোগ্য সূত্র আমাদের সময় ডটকমকে নিশ্চিত করেছে।

বৈঠকে বিকল্প ধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী প্রমুখ থাকার কথা রয়েছে বলেও সূত্র জানিয়েছে।

এ বৈঠকের মধ্য নিয়ে সরকার বিরোধী একটি জাতীয় ঐক্য গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপারে শিথিলতা অবলম্বন করা হবে কিনা সে ব্যাপারেই চুলচেরা বিশ্লেষণ হবে বলে যুক্তফ্রন্ট সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, আ স ম আবদুর রব’র বাসায় এর আগেও বেশ কয়েকবার বৈঠক করেছিলেন প্রস্তাবিত জাতীয় ঐক্যের নেতারা। ওসব বৈঠকে প্রবীণ এ জাতীয় নেতা ছাড়াও বাম দলের নেতারাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়