শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১৩ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষবেলায় বিভেদের সুর বিএনপিতে

ডেস্ক রিপোর্ট : নির্বাচনী প্রস্তুতির শেষবেলায় এসে বিএনপিতে বিভেদের সুর বেজে উঠেছে দেশের আলোচিত, মর্যাদাপূর্ণ সিলেট-১ (সদর-নগর) আসনে। স্বাধীনতা-পরবর্তী প্রতিটি নির্বাচনে এ আসনে বিজয়ী দলই সরকার গঠন করেছে। কয়েক বছর ধরে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী বিএনপির খন্দকার আবদুল মালিকের ছেলে তিনি। এত দিন নির্বাচনী মাঠে একা থাকলেও সম্প্রতি তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

এরই মধ্যে সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। এই জয় তৃণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করে তুলেছে। পাশাপাশি আবুল মুক্তাদির ও শাহরিয়ার হোসেনের মুখোমুখি অবস্থান তাদের ভাবিয়েও তুলছে। সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন এর আগে দলের অভ্যন্তরে নিখোঁজ নেতা ইলিয়াস আলীবিরোধী বলয়ের নেতৃত্ব দিয়েছেন। প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের অনুসারী ডা. শাহরিয়ার হোসেন সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করেন। এ আসনে সাইফুর রহমানের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতার আলোকে এখন তিনি নিজেই প্রার্থী হতে চাইছেন।

ব্যক্তিগত কারণে কেন্দ্রীয় সহসভাপতি সমশের মবিন চৌধুরী ২০১৫ সালের ২৯ অক্টোবর বিএনপি থেকে পদত্যাগ করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের পররাষ্ট্র সচিব সমশের মবিন ২০০৭ সালে বিএনপিতে যোগ দিয়েছিলেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুর পর সিলেট-১ (সদর) আসনে বিএনপির কাণ্ডারি হিসেবে তিনি আলোচনায় ছিলেন। সাবেক এই কূটনীতিক নিজেও সিলেটের স্থানীয় রাজনীতিতে নিজের বলয় তৈরি করে মাঠে সক্রিয় হয়ে ওঠেন। কিন্তু তিনি দল ত্যাগের পর এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী সংকট দেখা দেয়। শূন্যস্থান পূরণে মাঠে নামেন আবদুল মুক্তাদির। প্রয়াত বাবার নামে 'খন্দকার আবদুল মালিক ফাউন্ডেশনের' ব্যানারে নানা তৎপরতা শুরু করেন তিনি।

২০১৪ সালের নির্বাচন বয়কট করলেও তখন থেকেই বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সিলেটে নিজস্ব বলয় গড়ে তুলতে সক্রিয় হয়ে ওঠেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মুক্তাদির। এতদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচারও চালিয়ে আসছিলেন তিনি। গত আগস্ট মাসে নগরীতে পোস্টারিংয়ের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করেছেন শাহরিয়ার হোসেন। সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তত তিনজন নেতা সমকালকে এ তথ্য জানিয়েছেন। এ পরিস্থিতিতে সিলেট বিএনপিতে নতুন মেরুকরণের কথাও বলছেন তারা।

সাম্প্রতিক সময়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠনে আবদুল মুক্তাদিরের প্রভাবের কথা বিএনপি নেতারা বলেছেন।

তবে কোনো মেরুকরণের সম্ভাব্যতা উড়িয়ে দিয়ে সম্প্রতি সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠনে প্রভাব বিস্তারকারী নেতা খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, গত ৭-৮ বছর ধরে তিনি সচেতনভাবে সব ধরনের গ্রুপিং থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন। তিনি বলেন, বড় দলে অনেকেই মনোনয়ন চাইতে পারেন। ব্যক্তিগতভাবে তিনিও নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারটি অনেক বিষয়ের ওপর নির্ভরশীল জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে যাবে কি-না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

অন্যদিকে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, সিলেট-১ আসনে তার ভোটের অভিজ্ঞতা রয়েছে। অতীতে সাইফুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সরকার গঠনসহ জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারে সক্ষম হেভিওয়েট প্রার্থীরাই বড় দলগুলোর হয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি জানান, দীর্ঘদিনের রাজনৈতিক পথপরিক্রমায় এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য অর্জন করেছেন তিনি। সার্বিক বিষয় বিবেচনায় দলের মনোনয়ন চাওয়া যেমন যৌক্তিক, তেমনি তা প্রাপ্য বলেও মনে করেন তিনি।-সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়