Skip to main content

‘নাকাব’ সিনেমার প্রচারণায় অংশ নিতে ঢাকায় আসছেন নুসরাত’

মহিব আল হাসান: ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান প্রথমবারের মতো ঢাকায় আসছেন ‘নাকাব’ সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করতে। ‘নাকাব’ সিনেমায় বাংলাদেশের শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা আসবেন নুসরাত জাহান। ঢাকায় সিনেমাটির প্রচারণার জন্য তিনি দুুদিন অবস্থান করবেন। দুদিন ঢাকায় অবস্থান করে কলকাতা ফিরে যাবেন বলে নিশ্চিত করেছে আমদানীকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বিনিময় চুক্তির মাধ্যমে কলকাতার এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। আর এর বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে জাজের ‘পাষাণ’ সিনেমাটি। ‘নাকাব’ প্রযোজনা করেছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। নাকাব’ ছবিতে শাকিবের সাথে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। আরো অভিনয় করেছেন রুদ্ধনীল ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ। গতবছর ‘নাকাব’ এর শুটিং শুরু হয়। তখন ছবিটির নাম ছিল ‘মাস্ক’। পরবর্তীতে ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘নাকাব’। কলকাতার নায়িকা নুসরাত জাহান অভিনয় করেছেন ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’, ‘লাভ এক্সপ্রেস’সহ বেশকিছু সিনেমায় ।