Skip to main content

রোহিঙ্গাদের উপর নির্মিত থাই সিনেমা ভেনিস চলচিত্র উৎসবে সেরা

আসিফুজ্জামান পৃথিল: রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্মিত একটি থাই চলচিত্র এবছর ভেনিস চলচিত্র উৎসবে সেরা চলচিত্রের পুরষ্কার জিতেছে। ‘ম্যানটা রে’ বা ‘ক্রাবিন রাহু’ নামের এই চলচিত্রটি ৭৫তম ভেনিস চলচিত্র উৎসবের সেরা চলচিত্রের পুরষ্কার ওরিজন্তি অ্যাওয়ার্ড অর্জন করে। সম্মানজনক এই পুরষ্কার পাওয়া এটিই কোন প্রথম থাই চলচিত্র। এটি চিত্রগ্রাহক ফুটিফং অরনফেং এর পরিচালক হিসেবে প্রথম চলচিত্র। চলচিত্রের শুরুতেই বলা হয়েছে এটি রোহিঙ্গাদের জন্য। শুরুতে দেখা যায় একজন বোবা রোহিঙ্গা পুরুষ নৌকায় করে মিয়ানমার থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়। সেখানকার জেলেরা তাকে উদ্ধার করে। পুরো গল্পটাই এই শরণার্থীর। রোহিঙ্গা শরণার্থীদের বেঁচে থাকার আকুতি, কষ্ট এবং সংগ্রাম এই চলচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। সম্মানজনক এই পুরষ্কার রোহিঙ্গাদেরই উৎসর্গ করেছেন ফুটিফং অরোনফেং। কোকোনাটস

অন্যান্য সংবাদ