শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যা, নির্যাতন ও নির্বিচারে গ্রেপ্তার চালায় বিশ্বের ৩৮টি দেশ: জাতিসংঘ

লিহান লিমা: বিশ্বের ৩৮টি দেশ মানবাধিকার লঙ্ঘনসহ হত্যা, নির্যাতন ও নির্বিচারে গ্রেপ্তারের সঙ্গে জড়িত বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বুধবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, এই ‘নির্লজ্জ’ দেশগুলো চরমভাবে অধিকারকর্মীদের ওপর বলপ্রয়োগ করে। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, মিয়ানমার, সৌদিআরব, চীন, রাশিয়া, ইসরায়েল ও তুরস্ক।

জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস লেখেন, এই দেশগুলো মানবাধিকার কর্মীদের ওপর নজরদারী ও তাদের অপরাধে অভিযুক্ত করার মতো ঘৃণাত্মক কাজের সঙ্গে জড়িত। বিশ্বের সব সাহসী ব্যক্তিদের এর জন্য রুখে দাঁড়াতে হবে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৩৮টি দেশের মধ্যে ১৯টি দেশে সংকট ধারাবাহিকভাবে চলে আসছে ও ২৯টি দেশ নতুনভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হয়েছে। দেশগুলো হল, বাহরাইন, ক্যামেরুন, চীন, কলম্বিয়া, কিউবা, কঙ্গো, দিজিবুতি, মিশর, গুয়েতেমালা, গুয়ানা, হন্ডুরাস, হাঙ্গেরি, ভারত, ইসরায়েল, কাজাকস্তান, মালদ্বীপ, মালি, মরোক্কো, মিয়ানমার, ফিলিপাইন, রুশ ফেডারেশন, রুয়ান্ডা, সৌদিআরব, দক্ষিণ সুদান, থাইল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

এই প্রতিবেদনে বলা হয়, এই দেশগুলোতে জাতীয় নিরাপত্তা সংস্থা এবং অপরাধ দমন কৌশলের অপব্যবহার করা হয়। এর মধ্যে কয়েকটি দেশই জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের বর্তমান সদস্য। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়