শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫৩ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরস্কৃত হলেন সেই সাহসী নারী অন্তরা

সুশান্ত সাহা : নিজের ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগ উদ্ধারসহ ছিনতাইকারীকে দৌঁড়ে ধরে পুলিশের কাছে সোপর্দ করা সাহসী নারী অন্তরাকে পুরস্কৃত করেছে পুলিশ । মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টার্সে এক সভায় স্বীকৃতি স্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

এ সময় কমিশনার বলেন, সাহসী একজন নাগরিক অন্তরা রহমান। তিনি তার বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেলে তিনি নিশ্চিুপ না থেকে অত্যন্ত সাহস নিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। যা অত্যান্ত প্রশাংসনীয়। আশা করি এই সাহসী অন্তরার মত সকলে সাহসী হয়ে অপরাধের বিরুদ্ধে দাড়াবেন।

জানা যায়, অন্তরা রহমান (২২) রাজধানীর বনশ্রী এলাকায় পরিবারের সাথে থাকেন। গত ১৭ আগস্ট সন্ধ্যা অনুমান ৬ টার দিকে রিক্সায় করে তার আত্মীয়র বাসায় যাওয়ার সময় যাত্রাবাড়ী এলাকার জনপথ মোড়ে পৌঁছালে এক ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌঁড় দেয়। অন্তরাও ছিনতাইকারীর পেছনে ছোটে ছিনতাইকারী বাঁচতে একটি চলন্ত বাসে উঠে পড়ে। অন্তরাও সেই চলন্ত বাসে উঠে ছিনতাইকারীকে ধরে সাথে সাথে টহল পুলিশে সোপর্দ করেন করেন। এ ঘটনায় অন্তরা রহমান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়