শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবহার ও বিক্রি বেড়েছে হেলমেটের

ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীতে ট্রাফিক অভিযান শুরুর পর থেকে মোটরবাইক চালকদের আইন মানার প্রবনতা বৃদ্ধির পাশাপাশি হেলমেট ব্যবহার বেড়েছে। সেই সাথে বিক্রিও বেড়েছে। রাজধানীর বিভিন্ন ট্রাফিক সিগন্যাল ও হেলমেট বিক্রির দোকানগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাংলামোটরের একাধিক হেলমেট বিক্রির দোকানে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন ব্যান্ডের হেলমেট বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগই কম মূল্যের। বিক্রেতারা জানান, বাইক চালকদের সাধারণত হেলমেট থাকে। বর্তমানে ট্রাফিক পুলিশ বাইক চালকদের বিষয়ে কঠোর অবস্থানে থাকায় বাইক আরোহীদের জন্যও হেলমেট রাখছেন। গত কয়েকদিন ধরে হেলমেট বিক্রি বেড়েছে। এস এম অটোসেন্টার নামক একটি দোকানে গিয়ে দেখা যায়, একজন ক্রেতা কমদামি হেলমেট খুঁজছেন। কম দামি কেন জানতে চাইলে মামুন নামের ওই বাইক চালক বলেন, একটাতো রয়েছেই, পেছনে কোন বন্ধু বান্ধব বা পরিবারের কেউ উঠতে চাইলে তাকেও হেলমটে পরতে হবে। পেছনের আরোহীর হেলমেট দামি না হলেও চলে। বাংলামোটর মোড়ে দায়িত্বপালনকারি এক ট্রাফিক সার্জেন্ট বলেন, বর্তমানে বাইক চালকরা সচেতন হয়েছেন। চালকের পাশাপাশি আরোহীদেরও হেলমেট পরতে দেখা যাচ্ছে।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে বাইক আরোহীর হেলমেট না থাকায় প্রায় প্রতিটি মোড়েই বাইক থামিয়ে মামলা দিতে দেখা গেছে। আর এ কারণেই হেলমেট কেনার হিড়িক পড়েছে দোকানে।

বংশাল এলাকার এক পাইকারি বিক্রেতা বলেন, সাধারণত বছরে ২শ’ থেকে সাড়ে ৪শ’ বিভিন্ন ব্যান্ডের হেলমেট বিক্রি করেন তারা। গত কয়েকদিনে ১ হাজারেরও বেশি হেলমটে বিক্রি করেছেন তিনি। তার দোকান থেকে রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা কিনে থাকেন। দোকানে বিভিন্ন ব্যান্ডের হেলমেটের মধ্যে রয়েছে, রিপ্লে, ইয়েমা, ইয়োহি, এসটিএম, এসএফএম, এমবিকে, এক্সবিকে, তামবির, ওজোনি, স্টিলবার্ড, এটলাস, হিরো, স্টুডাস। এছাড়াও ইয়ামাহা, হিরোহোন্ডা, রানারগ্রুপসহ বিভিন্ন ব্রান্ডের হোম্পানীর নিজস্ব হেলমেট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়