Skip to main content

রাশিয়ায় অনলাইন ব্যবসা বৃদ্ধিতে আলিবাবা’র সাহায্য

রাশিদ রিয়াজ: চীনা প্রযুক্তি কোম্পানি আলিবাবা রাশিয়ার অনলাইন শপিং ব্যবসা বৃদ্ধিতে দেশটির টেলিফোন কোম্পানি মেগাফন, ইন্টারনেট প্রতিষ্ঠান মেইল.রু.গ্রুপ’এর সঙ্গে যৌথ বিনিয়োগ করছে। আলিএক্সপ্রেস রাশিয়া নামে এ ধরনের যৌথ বিনিয়োগে ঠিক কি পরিমান মূলধন বিনিয়োগ করা হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে এধরনের যৌথ বিনিয়োগের ঘোষণা আসে ভøাদিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে যেখানে দুই দেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের তরফ থেকে অবরোধ ও বাণিজ্য যুদ্ধ রাশিয়া ও চীনকে এধরনের যৌথ বিনিয়োগে উদ্যোগী করে তুলছে। সিএনএন আলিএক্সপ্রেসের ৪৮ ভাগ মালিকানা থাকছে আলিবাবার, মেগাফনের কাছে থাকছে ২৪ ও মেইল.রু.গ্রুপের কাছে থাকছে ১৫ ও রাশিয়ার সার্বভৌম তহবিলের থাকছে বাকি ১৩ ভাগ। রাশিয়ায় বছরে অনলাইন শপিং’এর পরিমান ইতিম্েয ২ হাজার ৪’শ কোটি ডলারে পৌঁছেছে। আলিবাবার নির্বাহি চেয়ারম্যান জ্যাক মা বলেছেন, রাশিয়ায় অনলাইন শপিং ব্যবসা ছাড়াও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে তার কোম্পানি।

অন্যান্য সংবাদ