শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে ৪-১ ব্যবধানে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ভারতকে নিয়ে রীতিমত ছেলেখেলায় করলো ইংলিশরা। পাঁচ ম্যাচের টেস্টে সিরিজে ভারতকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের ঝুলিতেই ঢুকিয়েছে জো রুট বাহিনী। এই সিরিজ জয়ের পর আরো পুরস্কারের ঘোষণা পেতে শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। যার শুরু হয়েছে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া দিয়ে। আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডকে সরিয়ে চার নম্বরে জায়গা করে নিয়েছে ইংরেজরা।

গত মঙ্গলবার রাতে ওভালে পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে ১১৮ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। সিরিজ শুরুর আগে ৯৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড ছিল র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে। সিরিজ থেকে তারা পেয়েছে ৮ পয়েন্ট। ইংলিশদের মোট পয়েন্ট এখন ১০৫।

ইংল্যান্ড এখন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। দুই দলেরই পয়েন্ট সমান ১০৬, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা দুইয়ে, অস্ট্রেলিয়া আছে তিনে। পাঁচে থাকা নিউজিল্যান্ডও খুব একটা পিছিয়ে নেই, তাদের পয়েন্ট ১০২।

ভারত যথারীতি শীর্ষেই আছে। তবে সিরিজ খোয়ানোর পাশাপাশি তারা হারিয়েছে মূল্যবান ১০ পয়েন্ট। বিরাট কোহলির দল সিরিজ শুরু করেছিল ১২৫ পয়েন্ট নিয়ে, সেটা কমে হয়েছে এখন ১১৫ পয়েন্ট। অ্যালিস্টার কুকের বিদায়ী টেস্টে দলের মতো ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল যথেষ্ট উজ্জ্বল। ক্যারিয়ারের শেষ টেস্টে ৭১ ও ১৪৭ রানের দুটি নান্দনিক ইনিংস খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়