Skip to main content

আকাশবীণার দরজা ভাঙে নি, ভেঙেছে ‘র‌্যাফট’! (ভিডিও)

সজিব খান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজ বোয়িং ৭৮৭ আকাশবীণার জরুরি দরজার একটি বিশেষ অংশ (র‌্যাফট) ভেঙে পড়েছে। উদ্বোধনের পর এক সপ্তাহ পার না হতেই এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ কারণে ঢাকা থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইটটিতে দেড় ঘণ্টা দেরি হয়। এদিকে এ ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী মোস্তাাফিজুর রহমানকে সঙ্গে সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আলী বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের অদক্ষতার কারণেই এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, আকাশবীণার যে অংশটি খুলে পড়েছে। সেটি লন্ডন থেকে আনা হবে। সেটি এনে আগামী তিন দিনের মধ্যে সংযুক্ত করা হবে। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-এর সিঙ্গাপুরের ফ্লাইট যাওয়ার প্রস্তুতি চলছিল। এসময় বোর্ডিং ব্রিজে সংযুক্ত থাকা অবস্থায় বিএফসিসি থেকে যাত্রীদের জন্য খাবার তোলা হচ্ছিল। এসময় প্রকৌশল বিভাগের স্টাফ মোস্তাফিজুর রহমান দরজা অন করতে ভুল বাটনে চাপ দেন। আর তাতেই জরুরি দরজার র‌্যাফট নাম অংশটি খুলে ভেঙে পড়ে। পরে খুলে যাওয়া অংশটি প্রকৌশল বিভাগে নিয়ে যাওয়া হয় এবং ফ্লাইট চালু রাখা হয়। সূত্র: সারা বাংলা, পূর্ব পশ্চিম https://www.facebook.com/JaagoBangla.Tube/videos/272592566707892/

অন্যান্য সংবাদ