শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের সময় শেষ, নির্যাতন বন্ধ করেন প্রজাতন্ত্রের কর্মকর্তাদের মোশাররফ

শিমুল মাহমুদ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন করেছে বিএনপি।অনশনে পুলিশ প্রশাসন ও সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আপনারা এদেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আপনারা আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারী নন । তাই দেশের আইন বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসনকে আহ্বান জানাবো সরকারের সময় শেষ আপনারা আর এভাবে অত্যাচার নির্যাতন করবেন না।

বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে বেগম জিয়ার সু-চিকিৎসা এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা তিনি।

খন্দকার মোশাররফ বলেন, বেগম জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ আমাদের দাবি তাকে অবিলম্বে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হোক কারণ অসুস্থ ব্যক্তিকে কোন প্রকার বিচারের আওতায় আনা যাই না। বেগম জিয়া এখন সরকারের কারাগারে তাই এটা সরকারের দায়িত্ব।

তিনি বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্রের মা। তার মুক্তি ছাড়াএ দেশের গণতন্ত্র মুক্তি পাবে না। তাই বিএনপি ২০দলসহ সকল রাজনীতিক ঐক্যবদ্ধ হয়েছে এই সরকারে পতনের জন্য, গণতন্ত্র মুক্তির জন্য, এবং মানুষের ভোটের অধিকার আদায়ে।

তিনি বলেন, 'সরকার আতঙ্কিত বলেই বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে নির্বিচারে তাঁদের গ্রেপ্তার করা করছে।'

তিনি বলেন, বেগম জিয়াকে মুক্ত করেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। তফসিল ঘোষণার আগে সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশনের পুনর্গঠন, সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েন করতে হবে।

এসময় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসার এমাজউদ্দীন আহমেদ বিএনপি নেতাদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।
অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্ররায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আহমেদ আযম খান, উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়