শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিনে ভক্ত ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত শিল্পী শাহাবুদ্দিন

রাজু আনোয়ার: শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকমী, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবিসহ নানান শ্রেনী ও পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার সিক্ত হলেন দেশ বরেন্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাড়ম্বরে পালিত হলো খ্যাতিমান এ শিল্পীর ৬৮তম জন্মবার্ষিকী।

‘শিল্পী শাহাবুদ্দিনের ৬৯তম জন্মদিন উদযাপন জাতীয় কমিটি’ ও ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমির’ যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী।

এসময় তিনি বলেন, শিল্পী শাহাবুদ্দিন আমাদের অহংকার। এ বীর মুক্তিযোদ্ধা একাত্তরকে কেবল তার চেতনায় ধারন করেননি , রং-তুলির অপূর্ব ক্যানভাসে তিনি মুক্তিযুদ্ধকে সারা বিশ্বে তুলে ধরেছেন। তিনি তার চিত্রকর্মে রঙের ছটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলোকিত করেছেন।

জন্মদিনের এ আয়োজনে ফুলের শুভেচ্ছা জানাতে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ আমাদের অনেক সম্মান ও গৌরবের। তিনি বিশ্বে বাংলাদেশকে পরিচিতি করিয়েছেন। তিনি যেন আমাদের মাঝে দীর্ঘজীবী হয়ে থাকেন সেই কামনা করি।

আলোচনা ছাড়াও গান-নাচের সঙ্গে শিল্পীর জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন হয় এ অনুষ্ঠানে। এতে শাহাবুদ্দিনের প্রিয় গান ‘তোমার খোলা হাওয়া’ গেয়ে শোনান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ‘শিল্পী শাহাবুদ্দিনের ৬৯তম জন্মদিন উদযাপন জাতীয় কমিটি’র সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।

এছাড়াও জন্মদিনে শিল্পীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানসহ তার অসংখ্য গুনগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়