শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিনে ভক্ত ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত শিল্পী শাহাবুদ্দিন

রাজু আনোয়ার: শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকমী, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবিসহ নানান শ্রেনী ও পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসার সিক্ত হলেন দেশ বরেন্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাড়ম্বরে পালিত হলো খ্যাতিমান এ শিল্পীর ৬৮তম জন্মবার্ষিকী।

‘শিল্পী শাহাবুদ্দিনের ৬৯তম জন্মদিন উদযাপন জাতীয় কমিটি’ ও ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমির’ যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী।

এসময় তিনি বলেন, শিল্পী শাহাবুদ্দিন আমাদের অহংকার। এ বীর মুক্তিযোদ্ধা একাত্তরকে কেবল তার চেতনায় ধারন করেননি , রং-তুলির অপূর্ব ক্যানভাসে তিনি মুক্তিযুদ্ধকে সারা বিশ্বে তুলে ধরেছেন। তিনি তার চিত্রকর্মে রঙের ছটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলোকিত করেছেন।

জন্মদিনের এ আয়োজনে ফুলের শুভেচ্ছা জানাতে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ আমাদের অনেক সম্মান ও গৌরবের। তিনি বিশ্বে বাংলাদেশকে পরিচিতি করিয়েছেন। তিনি যেন আমাদের মাঝে দীর্ঘজীবী হয়ে থাকেন সেই কামনা করি।

আলোচনা ছাড়াও গান-নাচের সঙ্গে শিল্পীর জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন হয় এ অনুষ্ঠানে। এতে শাহাবুদ্দিনের প্রিয় গান ‘তোমার খোলা হাওয়া’ গেয়ে শোনান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ‘শিল্পী শাহাবুদ্দিনের ৬৯তম জন্মদিন উদযাপন জাতীয় কমিটি’র সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।

এছাড়াও জন্মদিনে শিল্পীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানসহ তার অসংখ্য গুনগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়