শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩২ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে ২০১৯ সালের ‘ইউরোভিশন’ সঙ্গীত প্রতিযোগীতা বর্জনের ডাক ১৪০ শিল্পীর

মাহাদী আহমেদ : ২০১৯ সালে ইসরায়েলে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন’ সঙ্গীত প্রতিযোগীতা বর্জনের ডাক দিয়েছেন ১৪০ জন শিল্পী।
ব্রিটিশ সংবাদ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’এ প্রকাশিত এক পত্রে ১৪০ জন শিল্পী ইসরায়েলে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠান বয়কটে সম্মতিসূচক স্বাক্ষর প্রদান করেন। স্বাক্ষর প্রদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, লেখক, অভিনেতা, পরিচালক, নাট্যকার ও সাহিত্যিকসহ প্রমুখ।

তারা জানান, ইসরায়েল যদি ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতা, হত্যা, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি অব্যাহত রাখে, তবে তারা ইসরায়েলে আগামী বছর অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন’ সঙ্গীত প্রতিযোগীতা বর্জন করবেন।

স্বাক্ষরকারীদের মধ্যে ৬ জন ইসরায়েলি শিল্পীও রয়েছেন। তারা হলেন - অ্যাভায়েড অ্যালবার্ট, মাইকেল স্যাপির, ওহাল গ্রিট্যার, ইয়োনাটান শাপিরা, ড্যানিয়েল র‌্যাভিট্জকি ও ডেভিড অপ।

স্বাক্ষর করা পত্রটিতে বলা হয়েছে, ‘আমরা, পত্রটিতে স্বাক্ষরকারী ইউরোপীয় ও অইউরোপীয় শিল্পীরা ফিলিস্তিনি শিল্পীদের সাথে একাত্ম হয়ে ২০১৯ সালে ইসরায়েলে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন’ সঙ্গীত প্রতিযোগীতা বর্জনের ডাক দিচ্ছি।’

সেখানে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিনিরা যতক্ষণ না পর্যন্ত স্বাধীনতা, সুবিচার ও সমাধিকার না পাবে, ততক্ষণ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনকারী ইসরায়েলের সাথে কারও কোনও ব্যবসা বা চুক্তি সম্পাদন করা উচিত হবে না।’

চলতি বছর ইসরায়েল ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগীতায় বিজয়ী হবার কয়েক দিন পরই ১৪ই মে তারা নিজ ভূমি ফিরে পেতে আন্দোলনকারী ফিলিস্তিনিদের ওপর র্ববরোচিত হামলা চালায়। এতে ৬ শিশুসহ ৬২ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়।
বিশ্বজুড়ে ইসরায়েলের পরিচালীত এ হামলার বিরুদ্ধে নিন্দা জানানো হয় - আনাদলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়