শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৩ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমোডের ফ্লাশেও লুকিয়ে পরিবেশের ভারসাম্য!

ডেস্ক রিপোর্ট : পরিবেশ সুরক্ষিত রাখলে তবেই আমাদের বেঁচে থাকা সুন্দর হবে। পরিবেশের সুষ্ঠু ভারসাম্যই হতে পারে আমাদের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলার চাবিকাঠি। তবে পরিবেশ রক্ষা মানে কেবল গাছ লাগানো অথবা জঞ্জাল সাফ নয়। নিত্য কাজে লাগে এমন জিনিসের অপচয় রুখেও পরিবেশের উন্নয়ন সাধন করা সম্ভব। এমনকি, কমোড ব্যবহারের নিয়মে বদল এনেও পরিবেশে জলের অপচয় রুখে দিতে পারেন আপনি!

এমনিতেই আমাদের দেশে জনসংখ্যার নিরিখে পানির চাহিদা বিপুল। তাই প্রত্যেকেরই উচিত পানি ব্যবহারের সময় তা মাথায় রাখা। শুধুমাত্র অকারণে খুলে রাখা কল বন্ধ করাই নয়, বরং আমাদের রোজের অভ্যাসে পরিবর্তন এনেও এই কাজ করা সম্ভব। দু’ ধরনের টয়লেট ফ্লাশ যুক্ত আধুনিক কমোড আছে বাড়িতে? তা হলে এমন শৌচালয় ব্যবহারের সময়ও মাথায় রাখুন কিছু জরুরি বিষয়।

কমোডের এই দু’ধরনের ফ্লাশকে বলা হয় ডুয়াল ফ্ল্যাশ। ১৯৭৬ সালে মার্কিন শিল্পপতি ও প্রযুক্তিবিদ ভিক্টর পাপানেক এই পদ্ধতির নকশা তৈরি করেন। পরিবেশে পানিরর পর্যাপ্ত জোগান রাখতে তার এই পদ্ধতিটি সহজেই গ্রহণযোগ্য হয়। কিন্তু কেনো এই দু’টি ফ্লাশ, কীভাবেই বা তা পরিবেশে পানি সঞ্চয় করে জানেন?

এর মধ্যে একটি ফ্ল্যাশ আকারে বড় অপরটি ছোট। স্বাভাবিকভাবেই বড় ফ্ল্যাশটি থেকে বেশি পানি বেরোয়, ছোটটি থেকে তুলনায় কম। কিন্তু আমরা অনেকেই এর সঠিক ব্যবহার না জেনে কমোড ব্যবহারের পরে একই সঙ্গে দু’টি ফ্ল্যাশে চাপ দিই। আমাদের ধারণা, এতে অনেকটা পানি বেরিয়ে কমোড দ্রুত পরিষ্কার হয়।

সাধারণত, মলত্যাগের পর ব্যবহারের জন্যই রাখা হয় বড় ফ্ল্যাশটি। আর ছোটটি প্রস্রাবের পর ব্যবহারের উদ্দেশে তৈরি। সাধারণ মাপের একটি কমোডে বড় ফ্লাশটি থেকে একেবারে ৭-৯ লিটার পানি বেরোয়। ছোটটি থেকে বেরোয় ৪-৪.৫ লিটার পানি। প্রযুক্তিবিদদের মতে, নিয়ম মেনে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট করা ফ্লাশ ব্যবহার করলেই কমোড পরিষ্কার থাকে, বরং এই দু’টি কাজে পৃথক ফ্লাশ ব্যবহার করলেই বছরে প্রায় ৩০ শতাংশ পানি বাঁচে।

সুতরাং এবার থেকে কমোডেও বাড়তি পানি অপচয়ের আগে সতর্ক হোন। এই সহজ পদক্ষেপ করে পরিবেশে পানির জোগান বাড়াতে সাহায্য করুন

তথ্য ও ছবি: bustle

  • সর্বশেষ
  • জনপ্রিয়