শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের আগে খালেদার বিচার নিয়ে বিএনপি ইস্যু সৃষ্টি করতে চায় : তোফায়েল

জিয়াউদ্দিন রাজু : বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার বিচার নিয়ে নির্বাচনের আগে বিএনপি ইস্যু সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে (কেআইবি) ‘এমারজিং ফুড সিস্টেম: ভ্যালু এডিশন সাপ্লাই চেইন এন্ড ফুড সেফটি’ শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, কমিশনের ঘোষিত সময় অনুযায়ীই নির্বাচন হবে। অতীতে জ্বালাও পোড়াও করে নির্বাচন প্রতিহত করা যায়নি, এবারও তা হবে না। বরং বিএনপির উচিত হবে নির্বাচনের প্রস্তুতি নেয়া।

বিচারের নামে সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় বিএনপি নেতাদের এমন মন্তব্যের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, হত্যা করার অভিজ্ঞতা বিএনপির আছে। হাওয়া ভবন থেকে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিনা বিচারে শত শত সেনা সদস্যকে হত্যা করেছিল জিয়াউর রহমান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদা জিয়ার চিকিৎসা জেল কর্তৃপক্ষের বিষয়। খালেদা জিয়ার বিচার আদালতের এখতিয়ার। আমার কথা বা অন্য এক জনের কথায় তো বিচার বন্ধ হবে না। বিএনপি নেত্রী নিজেই বলেছেন, তিনি হাঁটাচলা করতে পারেন না। তার সুবিধার জন্যই কেন্দ্রীয় কারাগারে কোর্ট স্থানান্তর করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বন্যার কারণে গত বছর খাদ্য আমদানি করতে হয়েছিল। এ বছর ভালো ফলন হয়েছে। খাদ্যে আবারও স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। কৃষক ও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ বছর আবারো চাল আমদানিতে ২৮ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তোফায়েল বলেন, শেখ হাসিনা বলেছেন গ্রামকে শহর করে দেবো। গ্রামগুলো কিন্তু শহর হয়ে গেছে।গ্রামের রাস্তাঘাটের চেহারা বদলে গেছে। অলিগলিতে এখন পাকা রাস্তা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলী আকবরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়