Skip to main content

এরপরও শহীদুলের পক্ষে সাফাই জেমি ডে’র!

স্পোর্টস ডেস্ক: নেপালের বিপক্ষে হেরে ঘরের মাঠে সাফ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই হারে কাঠগড়ায় গোলরক্ষক শহীদুল আলম সোহেল। তার ছেলেমানুষি ভুলেই প্রথমে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু সেই শহীদুলের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন বাংলাদেশ কোচ জেমি ডে। কিছুতেই শিষ্যকে কাঠগড়ায় দাঁড় করাতে দিতে চান না তিনি। টানা দুই ম্যাচ জয়ের পরও শনিবার নেপালের বিপক্ষে শেষ ম্যাচ ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। যে ম্যাচে ড্র করলেই সেমি ফাইনালের টিকিট মেলে, সেটিও গ্রুপ সেরা হয়ে। আর সেই দলটাকেই কিনা বিদায় নিতে হলো নিষ্ঠুর নিয়তি বরণ করে। ম্যাচ শেষ হতে তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে অদৃশ্য করুণ সুর বেজে চলল। প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়েন মামুনুল ইসলাম ও জামাল ভূঁইয়া। বাকিদের সবাই ছিল ছন্নছাড়া। নিজ দেশকে উৎসাহ দিতে যে দর্শকদের ঢল নেমেছিল, সেই তাদের অনেকে ক্ষুদ্ধ হয়ে বোতল ছুড়ছিলেন মাঠে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার রাতের এই চিত্র কি অস্বাভাবিক নয়? কিন্তু যে গোলরক্ষকের ভুলে এই বিপযর্য সেই শহীদুলের পক্ষে কিভাবেই না সাফাই গাইলেন কোচ। সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠতেই জেমি বলেন, ‘সোহেল প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছে। পাকিস্তানের বিপক্ষে ওর দুর্দান্ত সব সেভ ছিল। গোলরক্ষক ভুল করতেই পারে। এটা পার্ট অব দ্যা গেম।’ জেমি ডে বরং পাল্টা প্রশ্ন করেন সাংবাদিকেদের, ‘আপনারাই বলুন- আজ রানাকে খেলালে সে কি ভুল করতে পারতো না? সে যদি ভুল করতো তাহলে কি রানার বিরুদ্ধে আমাকে প্রশ্ন করতেন?’ এশিয়াডে দুর্দান্ত খেললেও থাইল্যান্ডের বিপক্ষে রানার ভুলের উদাহরণ টানেন জেমি ডে। যে ম্যাচে রানার ভুলে থাইল্যান্ডের বিপক্ষে গোল হজম করে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। জেমি বলেন, ‘পৃথিবীর সব গোলরক্ষক ভুল করে। সোহেলের ভুলটাকে তাই বড় করার কারণ নেই।’ জেমি ডে দায়িত্ব নেয়ার পর ১৬ সপ্তাহে বাংলাদেশ অনেক উন্নতি করেছে বলে উল্লেখ করেন জেমি ডে। এ সময় তো একটু রসিকতাও হলো। সাংবাদিকদের এক প্রশ্নে সহাস্যে বললেন, ‘সোহেলসহ সবাই উন্নতি করেছে। পরিবর্তন