শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫৩ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার জাতীয় গ্রিডে যুক্ত হবে সৌর বিদ্যুৎ

সাজিয়া আক্তার : বাড়ির সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে নেয়ার উদ্যোগ নিয়েছে রাজধানীর বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি এবং ডেস্কো। এর ফলে গ্রাহকের বিদ্যুৎ খরচ কমে আসবে। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানান, তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি থেকে পাওয়া গ্যাস জাতীয় গ্রিডে যোগ হলে তেল ভিত্তিক বিদ্যুতের গড় খরচটিও কমে আসবে।

বসুন্ধরা কনভেশন সেন্টারে তিন দিনের বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের প্রদর্শনীতে ছিল দর্শনার্থীদের ভির। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন প্রযুক্তির সাথে সাধারণ মানুষকে পরিচয় করিয়ে দেন সরকারি-বেসরকরি কর্মীরা। প্রদর্শনীতে মানুষের আগ্রহ ছিল, বাড়িতে উৎপাদিত সৌর বিদ্যুৎ নিয়ে। হিসেবে অল্প হলেও এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে নেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে রাজধানীর বিদ্যুৎ বিতরণী প্রতিষ্ঠান ডিপিডিসি ও ডেস্কো।

এই প্রক্রিয়ায় দিনের বেলায় বিতরণ কোম্পানির কাছে সৌর বিদ্যুৎ বিক্রি করতে পারবেন রাজধানীর গ্রাহকরা। আর রাতের বেলায় বিতরণ কোম্পানির বিদ্যুৎ নিবেন গ্রাহক।

ডিপিডিসি পরিচালক অপারেশন হারুন অর রশিদ বলেন, গ্রাহক যে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করে সৌর শক্তির মাধ্যমে সেটা আমাদের জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবে। এবং গ্রাহক যে বিদ্যুৎ ব্যবহার করবে সেটা থেকে তারা যুক্ত করতে পারবে।

বিদ্যুৎ বিনিময়ের এমন উদ্যোগে সাধারণ গ্রাহকরা সৌর বিদ্যুতের প্রতি আগ্রহি হবে বলে জানান, এই খাতের বিশেষজ্ঞরা।

সৌর বিদ্যুতের এমন উদ্যোগের পাশাপাশি বিদ্যুতের উৎপাদন খরচ কমিয়ে আনতে এলএনজি ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।

এবারের বিদ্যুৎ সপ্তাহে সাশ্রয়ী ব্যবহার ও কম খরচে মানসম্মত বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র : একাত্তর টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়