শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৯ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০০ কোটি ডলারের রুশ অস্ত্র কিনবে ভিয়েতনাম

নূর মাজিদ: ১শ’ কোটি ডলারে রুশ অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন ফু ট্রং বৃহস্পতিবার রাশিয়া সফরকালে রুশ গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। বার্তা সংস্থা ইতার তাস রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে। এই বিষয়ে ভিয়েতনাম এবং রাশিয়ার মাঝে একটি সামরিক চুক্তিও হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাশিয়ার মিলিটারি টেকনিক্যাল কো-অপারেশন সার্ভিসের প্রধান দিমিত্রি শুগায়েভ জানান, আমাদের কাছে ভিয়েতনামের ১০০ কোটি ডলারের অস্ত্র কেনার চাহিদাপত্র রয়েছে। তবে তিনি ঠিক কোন ধরনের অস্ত্র কিনতে ভিয়েতনাম এই চাহিদাপত্র দিয়েছে তা গোপন করেন।

রাশিয়া ভিয়েতনামের সামরিক বাহিনীর জন্য অস্ত্র এবং সামরিক সরঞ্জামের সবচাইতে বড় সরবরাহকারি দেশ। দেশ দুটির মাঝে কয়েক দশকব্যাপী অত্যন্ত সুসম্পর্ক বিরাজ করছে। বর্তমানে চীনের সঙ্গে দেশটির সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে। এর প্রেক্ষিতেই সাম্প্রতিক দশকগুলোতে রুশ অস্ত্র কেনার পরিমাণ বৃদ্ধি করেছে ভিয়েতনাম।
ইতোপূর্বে, ছয়টি কিলো ক্লাস সাবমেরিন, বেশ কিছু যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান ইত্যাদি সরঞ্জাম রাশিয়ার কাছ থেকে বিপুল অর্থ ব্যয় করে সংগ্রহ করেছে ভিয়েতনাম। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়