শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর সব উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল জিয়া সরকার : প্রধানমন্ত্রী

জান্নাতুল ফেরদৌসী ও হ্যাপি আক্তার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সব উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল ৭৫ এর পরবর্তী ক্ষমতাসীন জিয়া সরকার। দেশ আজ অর্থনৈতিকভাবে স্বয়সম্পূর্ণ। বর্গা চাষীদের জন্য ঋণের ব্যবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। দেশ এগিয়ে যাক এটাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য। ভৌগলিক অবস্থাগত কারণে আপদকালীন সময়ে জন্য খাদ্য মজুদ রাখতে হবে।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিবিদ ইনস্টিটিউশন ৬ষ্ঠ জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়া-এরশাদ ও খালেদা জিয়ার সরকারগুলোর চিন্তা ছিল বৈরি। ওই সময়ে সারের দাবিতে ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। জানি না এমন ঘটনা আর কোথাও ঘটেছে কি-না। ১৯৭৫ সালের পরবর্তী ক্ষমতাসীনরা চেয়েছিল বাঙালি ভিক্ষুক জাতি হিসেবে থাকুক। তাই তো বিএনডিসি বন্ধ করে দিয়েছিল।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সারা জীবন কাজ করে গিয়েছেন বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। কৃষিকে তিনি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিতেন এবং কৃষিবিদদের। জাতির পিতাকে হত্যার পর এ দেশের মানুষকে শোষণ করাই ছিলো অবৈধ্য ক্ষমতাদখকারীদের আসল উদ্দেশ্য। দেশ এগিয়ে যান তারা (বিএনপি) কখনো চায়নি।

প্রধানমন্ত্রী বলেন, আজ ২ কোটি ১৩ লাখেরও বেশি মানুষ কৃষি উপকরণ কার্ড পেয়েছে। তাঁদের কাছে কৃষি উপকরণ পৌঁছে যাচ্ছে। আমরা কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি। আজ বর্গাচাষীরা জামানতবিহীন ঋণ পাচ্ছে। ১ কোটি কৃষক ভর্তুকি পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়