শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪২ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বাসের ভিতরে প্রতিবন্ধী শিশুকে র্ধষণরে চেষ্টা

মাহফুজ নান্টু, কুমিল্লাঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়করে কুমিল্লায় এবার যাত্রীবাহী বাসে সাত বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক শিশুকে র্ধষণরে চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও পুলিশ ওই শিশুটির নাম-পরিচয় নিশ্চিত হতে না পারায় শুক্রবার বিকেলে এ রির্পোট লেখা র্পযন্ত থানায় মামলা হয়নি। তবে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ওই শিশুটিকে উদ্ধার এবং চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করছে।

জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি সড়কে যাত্রীসবো পরবিহন নামরে একটি বাসরে ভিতরে ঘটনা ঘটে। আটকরা হলনে, যাত্রীসবো পরবিহনরে চালক মোহাম্মদ সেলিম (৬০)। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজলোর আমানতপুর গ্রাম।হেলপার আবু জাফররে (৩৫) বাড়ি বরশিাল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজারুল জানান, বৃহস্পতবিার দুপুরে আমরা কয়েকজন বন্ধু বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কোটবাড়ি রাস্তার মুখে নেমে পড়। ময়নামতি যাওয়ার জন্য অপক্ষো করছেলিাম। তখন মহাসড়কেড় পাশে থেমে থাকা একটি বাস থেকে শিমুর কান্নার শব্দ শুনতে পাই। তারপর বাসে উঠে দেখি মেয়েটির দুই হাত বেঁধে রাখা হয়ছে। তাকে ঘিরে রেখেছে চালক ও দুই হেলপার। এ সময় স্থানীয়দরে সহায়তায় গণধোলাই দিয়ে বাসরে চালক ও হলেপারকে পুলিশে সোর্পদ করা হয়।

শুক্রবার বিকেলে সদর দক্ষিণ মডলে থানা পুলিশের ওসি মামুনুর রশিদ বলনে, প্রাথমকিভাবে জানতে পেরেছি শিশুটির বাড়ি হবিগঞ্জ জেলায়। শিশুকে দেখেই মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছ। তাই তার নাম পরচিয় পেতে বিলম্ব হচ্ছ। তার বাবা-মা কুমিল্লায় আসছেন। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক ও বাসটি জব্দ করা হয়ছে।শিশুটিকে কুশিল্লা সরকারি শিশুপরিবারে পুলিশ হেফাজতে রাখা হয়ছে।

তিনি আরও জানান, শিশুটি কীভাবে কুমল্লিায় এসেছে তাও আমরা নিশ্চিত হতে পারছি না। শিশুটি পরিবার মামলা না করলেও পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বরিুদ্ধে মামলা দায়রে করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়