শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫৩ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সম্মত পাকিস্তান-সৌদি আরব

নূর মাজিদ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি পরিকল্পনা প্রণয়নে একমত হয়েছে পাকিস্তান ও সৌদি আরব। এই বিষয়ে পাকিস্তানের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ সম্ভাবনা যাচাই করবে সৌদি আরব। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানায়, এই বিষয়ে দেশদুটির কর্মকর্তারা চলতি বছরের জানুয়ারিতেই একটি বৈঠকে অংশ নিয়েছেন। পাকিস্তান ও সৌদি আরবের যৌথ মন্ত্রিপরিষদ বিষয়ক কর্মকর্তারা সেসময় অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ঐকমত্য পোষণ করেন। ওই বৈঠকে পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাণিজ্য সচিব ইউনুস দাঘা এবং সৌদি আরবের প্রতিনিধিত্ব করেন দেশটির বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী আব্দুলরাহমান আল হারবি। এছাড়াও, দেশদুটির অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই বৈঠকে অংশ নিয়েছিলেন। এরপরেই, দেশদুটির যৌথ মন্ত্রী পরিষদ কমিশন চলতি সপ্তাহে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ কৌশল প্রণয়নের কাজ শুরু করেছেন।

বুধবার দেশদুটির যৌথ মন্ত্রী পরিষদের আরেকটি আলোচনায় পাকিস্তানের বাণিজ্য সচিব সৌদি সরকারকে পাকিস্তানের জ্বালানি তেল রিফাইনারি, পেট্রোলিয়ামজাত কেমিক্যাল উৎপাদন এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। এই বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় এবং অন্যান্য বেসরকারি খাতের কোম্পানি সৌদি সরকারের কাছে একটি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। এই বৈঠকে, পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য রপ্তানিতে বিশেষ সুবিধা দেবার বিষয়টিও আলোচনা করা হয়। এছাড়াও, পাকিস্তানি নাগরিকদের বিশেষ ব্যবসায়িক ভিসা দেবারও আহ্বান জানানো হয়। এছাড়াও জেদ্দায় শুধুমাত্র পাকিস্তানের জন্য একটি বিশেষ বাণিজ্য প্রদর্শনীর অনুমতি দেবার আহ্বান জানানো হয় সৌদি সরকারের প্রতি। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে ডন জানায়, সৌদি কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানি বাণিজ্য প্রদর্শনীকে নানা সুযোগ-সুবিধা দেবার বিষয়টিও আলোচনা করেছেন সৌদি প্রতিনিধিরা। পাশাপাশি একটি বিশেষ সৌদি-পাকিস্তানি বিজনেস কাউন্সিল গঠনের কথাও আলোচনা হয়।

এই বৈঠকে সৌদি আরবের খাদ্য এবং জ্বালানিখাতের বিশিষ্ট ছয় ব্যবসায়ীও অংশগ্রহণ করেন। তারা পাকিস্তানের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় দেশটি থেকে মাংস, ফলমূল, শাক-সবজি, চাল ইত্যাদি আমদানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। দ্য ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়