Skip to main content

নীল নকশার নির্বাচন করতে যাচ্ছে শাসক দল

রফিক আহমেদ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, শাসক দলের বিগত দিনের সকল আয়োজন ও ব্যবস্থাপত্র প্রশ্নবিদ্ধ। তারপরও সাফল্যের সঙ্গে সবকিছু ঠিক রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা নিশ্চিত করার কার্যক্রমের পরিকল্পনা ও নীল নকশার ভিত্তিতেই নির্বাচন করতে যাচ্ছে তারা। মঙ্গলবার একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। খালেকুজ্জামান বলেন, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, সামরিক অসামরিক আমলাতন্ত্র, আইন শৃঙ্খলারক্ষা বাহিনী আওয়ামী আশীর্বাদে ফুলে ফেঁপে উঠা ভিত্তবান গোষ্ঠী ও পেশীশক্তি সবকিছু তাদের অনুকূলে আছে এবং নির্বাচনের সময়ও থাকবে এ ভরসায় জোর দিয়ে নির্বাচনের কথা যেনতেনভাবে বলছে। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলেও তাদের নির্বাচনে হেরে যাওয়া নিশ্চিত। তাদের গুরুত্বপূর্ণ নেতাদের মুখ থেকে এক লাখ পাঁচ লাখ লোক খুন হয়ে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। এটা কতটা দ্যুতি ছড়ানো আর কতটা প্রতিরক্ষামূলক তা বলা মুশকিল। বাসদের সাধারণ সম্পাদক বলেন, বাম জোটের নীতি-নিষ্ঠ অবস্থান পাঁকা পোক্তভাবে অবস্থান থেকেই তারা সংগ্রাম করে যাচ্ছে। অন্যদিকে যুক্তফ্রন্ট, ঐক্য প্রক্রিয়া ও বিএনপি মিলে যদি জোটবদ্ধ অবস্থান পাঁকা পোক্তভাবে তৈরী হয়ে যায়- তাহলে শাসক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, আন্তর্জাতিক হিসাব নিকাশ দেশের অভ্যন্তরে নানা ধরণের বিন্যাস ও স্থিতি অবস্থা নড়বড়ে হয়ে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে কি অবস্থা দাঁড়াবে এবং নির্বাচন কতটা শান্তিপূর্ণ, আস্থাভাজন ও অংশগ্রহণমূলক হবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

অন্যান্য সংবাদ