শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫১ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার সফর স্থগিত

ডেস্ক রিপোর্ট : সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের বাংলাদেশ ও মিয়ানমার সফর স্থগিত করা হয়েছে। মিয়ানমার সরকার ভিভিয়ান বালাকৃষ্ণানের রাখাইন সফরের বিষয়ে রাজি না হওয়ায় তার এই সফর স্থগিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার (৩ সেপ্টেম্বর) ভিভিয়ানের ঢাকা সফরের কথা ছিল। সফরকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে চেয়েছিলেন। এছাড়া, তিনি কক্সবাজার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে রাখাইনে যেতে চেয়েছিলেন কিন্তু মিয়ানমার রাজি না হওয়ায় এই সফর তিনি স্থগিত করেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার সফর স্থগিতের বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘তার সফর স্থগিতের বিষয়টি আমাদের জানানো হয়েছে।’ তিনি বলেন, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে জোরালোভাবে কথা বলেন। এই সমস্যা সমাধানের বিষযে তিনি আগ্রহী।,

প্রসঙ্গত, সিঙ্গাপুর ১০-সদস্য বিশিষ্ট আসিয়ানের সদস্য। মিয়ানমারের সঙ্গে দেশটির অর্থনৈতিক স্বার্থ রয়েছে।

ওই কর্মকর্তা জানান, সিঙ্গাপুর আসিয়ানের চেয়ার হওয়ার পর থেকে প্রায় প্রতিটি বৈঠকে রোহিঙ্গা বিষয়টি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আলোচিত হয়ে আসছে।

গত ৪ আগস্ট আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পরে ভিভিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাখাইন ইস্যু নিয়ে আমরা অবশ্যই আলোচনা করেছি। সেখানে যে মানবিক বিপর্যয় ঘটেছে, সেটি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। এর প্রকৃত বিষয়টি হচ্ছে, সেখানে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হচ্ছে।’

আরেকজন কর্মকর্তা বলেন, ‘সিঙ্গাপুরের সরকারি অবস্থান হচ্ছে, তারা বাংলাদেশ ও মিয়ানমারকে স্বেচ্ছামূলকভাবে প্রত্যাবাসনের জন্য আলোচনার তাগিদ দেয়। কিন্তু এই প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, সুরক্ষিত ও সম্মানজনক। এজন্য কোন সময় নষ্ট করা যাবে না।’ তিনি বলেন, ‘ধনী এই দেশটি মানবাধিকারকে সম্মান করে। এ বিষয়ে জোরালোভাবে কথা বলার জন্য পশ্চিমাদেশগুলোকে চাপ দেয়। তারা প্রকাশ্যে মিয়ানমারকে নিন্দা জানায় না। কিন্তু তাদের প্রাইভেট আলোচনায় এ সমস্যা সমাধান করে, রোহিঙ্গারা যেন রাখাইনে সম্মানজনকভাবে ফিরতে পারে, তার জন্য দেশটিকে বলে।’ সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়