শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৬ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নৌকা স্কুল’ যাচ্ছে গেটস ফাউন্ডেশনে

ডেস্ক রিপোর্ট : নাটোরের সিধুলাই স্ব-নির্ভর সংস্থার কর্ণধার স্থপতি মোহাম্মদ রেজোয়ানের নকশা করা আলোচিত ভাসমান স্কুল, প্রশিক্ষণ কেন্দ্র ও স্বাস্থ্যসেবা ক্লিনিক একটি আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য আবারও মনোনীত হয়েছে। 'ডিজাইন উইথ দ্য ৯০%' নামের ওই প্রদর্শনীটির আয়োজন করেছে কুপার হিউইট, স্মিতসোনিয়ান ডিজাইন মিউজিয়াম এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সদর দপ্তরের ডিসকভারি সেন্টারে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ১৯ মে পর্যন্ত প্রদর্শনীটি চলবে।

স্থপতি রেজোয়ান ২০০২ সালে ভাসমান স্কুল উদ্বোধন করেন এবং অন্যান্য সংস্থা তার নৌকা স্কুলের অনুসরণে কাজ শুরু করে। বর্তমানে বিশ্বের আটটি দেশে অনুরূপ ভাসমান স্কুলের কার্যক্রম পরিচালিত .হচ্ছে; যা লাখো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। রেজোয়ানের প্রতিষ্ঠিত অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন 'সিধুলাই স্ব-নির্ভর সংস্থা' বন্যাপ্রবণ এলাকায়, বিশেষ করে যেখানে শিশুদের শিক্ষার সুযোগ নেই, সেখানে শিক্ষা সুবিধা নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।

সিয়াটলের ওই প্রদর্শনীতে বিশ্বজুড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও টেকসই আশ্রয়স্থল, খাদ্য, পানীয় জল, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর ২৫টি ডিজাইন ও উদ্ভাবন প্রদর্শিত হবে। প্রদর্শনীটি সিধুলাইয়ের নৌকা স্কুল, রিমোশন হাঁটু (একটি সাশ্রয়ী মূল্যের কৃত্রিম হাঁটু, যা চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনে), বাইসাইকেল ফোন চার্জার (পুরনো বাইসাইকেল ও রেডিওর পার্টস থেকে তৈরি মোবাইল ফোন চার্জার), ফ্রিজ প্রিভেন্টিভ ভ্যাকসিন ক্যারিয়ার (গ্রামাঞ্চলে ভ্যাকসিন পরিবহন করার সময় জমে যাওয়া প্রতিরোধ করে সঠিক তাপমাত্রা নিশ্চিত করে) এবং অন্যান্য মনোনীতদের কাজ তুলে ধরবে।

প্রদর্শনীর আয়োজকরা টেকসই বিকল্প প্রযুক্তি ও বাংলার লোকজ ঐতিহ্যের সম্বন্বয়ে নৌকা স্কুল উদ্ভাবন এবং বন্যাপ্রবণ এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে সামাজিক ডিজাইন আন্দোলনকে সংজ্ঞায়িত করতে রেজোয়ানের নৌকা স্কুলকে নির্বাচন করেন। 'ডিজাইন উইথ দ্য ৯০%' প্রদর্শনীতে এমন ডিজাইন দেখানো হয়, যা বিশ্বের পিছিয়ে পড়া ৯০% জনগোষ্ঠীর জন্য উৎসর্গ করা।

রেজোয়ান সিধুলাই স্ব-নির্ভর সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। বন্যাপ্রবণ এলাকায় বছরজুড়ে মানসম্মত শিক্ষা সুবিধা নিশ্চিত করতে তিনি ভাসমান শিক্ষা পদ্ধতির উদ্ভাবন করেন। তিনি ১৬ বছরের বেশি সময় ধরে ভাসমান স্কুল তৈরি, উন্নয়ন ও সম্প্রসারণ অব্যাহত রেখেছেন।

রেজোয়ান শিক্ষা, প্রযুক্তি এবং পরিবেশ সম্পর্কিত আন্তর্জাতিক উপদেষ্টা কমিটিতে দায়িত্ব পালন করেছেন। তিনি নিয়মিতভাবে আন্তর্জাতিক সম্মেলনে তার উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, গ্রিন এনার্জি ও শিক্ষা বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন। তিনি ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অব আর্টসের সম্মানিত ফেলো। তিনি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার 'শ্রী সত্য সাঁই অ্যাওয়ার্ড ফর হিউম্যান এক্সেলেন্স ২০১৬' এবং 'কারি স্টোন ডিজাইন প্রাইজ ২০১৭' পেয়েছেন।

রেজোয়ানের সিধুলাই স্ব-নির্ভর সংস্থা ভাসমান স্কুল, লাইব্রেরি, স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের বন্যাপ্রবণ এলাকার জনগোষ্ঠীকে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। সংস্থাটি ২০০৫ সালে গেটস ফাউন্ডেশনের 'অ্যাকসেস টু লার্নিং' অ্যাওয়ার্ড পায়। এ ছাড়াও এসএএম সুইস আর্কিটেকচার মিউজিয়াম ২০১৭-১৮ সালে সুইজারল্যান্ডের ব্যাজলে 'বেঙ্গল স্ট্রিম' স্থাপত্য প্রদর্শনীতে রেজোয়ানের নৌকা স্কুলের ডিজাইন প্রদর্শন করে। এই ট্রাভেলিং স্থাপত্য প্রদর্শনীটি পর্যায়ক্রমে ২০১৮-২০ সালব্যাপী ফ্রান্সের বরদোর আর্কিচেকচার সেন্টার আর্ক-অন-রেভ, ফাঙ্কফুর্টের জার্মান আর্কিটেকচার মিউজিয়াম এবং লন্ডনের রয়্যাল একাডেমিতে অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ রেজোয়ান বলেন, স্থপতিরা সাধারণত তাদেরই জন্য নকশা করে যাদের ভবন তৈরির সামর্থ্য আছে। কিন্তু আমি সবসময় চিন্তা করেছি- একজন স্থপতি কেন গ্রামীণ সমাজে বসবাসরত দরিদ্র মানুষের জন্য চমৎকার কিছু ডিজাইন করতে পারবে না। সেজন্য আমাদের সব প্রকল্পে ডিজাইনগুলো সামাজিক সমস্যা সমাধানে কাজ করে। তিনি বলেন, নৌকা স্কুল ডিজাইনের ১৬ বছর পর দ্বিতীয়বার আমাদের কাজ গেটস ফাউন্ডেশনে আবার প্রদর্শিত হবে। একজন স্থপতি হিসেবে সত্যিই সম্মানিত বোধ করছি। আশা করছি, আমরা বন্যাপ্রবণ এলাকার মানুষের উন্নয়নে, জীবন বদলে দেওয়া আরও ডিজাইন আনতে পারব। রেজোয়ান আশা করেন, এই স্বীকৃতি তরুণ ডিজাইনার, স্থপতি এবং ডিজাইনের সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিকেও বিশ্বজুড়ে গ্রামীণ সমাজের অগ্রগতিতে এরূপ ডিজাইন উদ্ভাবনে উৎসাহিত করবে।-সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়