শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসুন

রফিক আহমেদ : গণতান্ত্রিক বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা বলেছেন, পরিস্থিতি জটিল করবেন না, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসুন। নির্বাচনী ব্যবস্থাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনে নিবন্ধিত দলসমূহ অসংখ্য প্রস্তাবনা নির্বাচন কমিশনের কাছে দিয়েছিল। শুক্রবার এক যৌথ বিবৃতিতে বাম জোটের নেতারা এসব কথা জানান।

বাম জোটের নেতারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পরে একটা সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়া নির্বাচন কমিশনের কর্তব্য। সেটা না করে বিতর্কিত বিষয়কে সংযুক্ত করার জন্য আরপিও’র সংশোধনী করে নির্বাচন কমিশন পরিস্থিতি আরও জটিল করছে।

নেতারা বলেন, ইভিএম বাস্তবায়নের এটা উপযুক্ত সময় নয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে জনআস্থা অর্জন করে এটা কার্যকর করতে হবে। নির্বাচন কমিশনকে পরিস্থিতি জটিল না করে অবিলম্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার এবং ইভিএম ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন পাশ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নেতারা বলেন, প্রস্তাবসমূহ বিবেচনায় না নিয়ে যে বিষয়টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবায়নযোগ্য নয় বলে অধিকাংশ রাজনৈতিক দল বিবেচনা করেছে সে ইভিএম ব্যবহার বিষয়ে তফসিল ঘোষণার মাত্র দুই মাস আগে দ্বিধা বিভক্ত সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন সম্পর্কে মানুষের আশংকাকে আরও উস্কে দিয়েছে। জাতীয় সংসদে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নির্বাচন কমিশন কর্তৃক সংশোধনের প্রস্তাব অনুমোদন করায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষে আজ ক্ষোভ প্রকাশ করেছেন।

বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে স্বাক্ষর করেন- বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ (মার্কসবাদী’র) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

কর্মসূচি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নির্বাচন কমিশন কর্তৃক সংশোধনের প্রস্তাব অনুমোদন করায় কাল শনিবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়