শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১৫ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুল গান্ধীকে ‘চাইনিজ গান্ধী’ বললো বিজেপি

নূর মাজিদ : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চাইনিজ গান্ধী সম্বোধন করেছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। শুক্রবার তিনি ভারতীয় রাহুলকে উদ্দেশ্য করে এমন আক্রমণ শানিত করেন। সম্বিত পাত্রের অভিযোগ রাহুল ভারত নয়, বরং চীনের প্রতিনিধিত্ব করেন। রাহুলের এতটাই ‘চীনপ্রীতি; যে তিনি সকল ভাষণেই দেশটির কথা উল্লেখ করেন।

এদিকে, বিজেপি মুখপাত্র শুক্রবার রাহুলের মানস সরবোরে তীর্থযাত্রা শুরু হবার দিনই এমন বাক্যবাণ ছুঁড়লেন। তীর্থযাত্রায় ১৫ দিন থাকবেন রাহুল গান্ধী। এসময় তিনি নেপাল হয়ে চীনে যাবেন। এই তীর্থযাত্রায় চীনের সঙ্গে রাহুলের বিশেষ সম্পর্কের দিকটি উন্মোচিত হয়েছে, দাবী বিজেপি মুখপাত্রের। কারণ চীনের সঙ্গে বিশেষ সম্পর্ক ছাড়া সহজে কোন বিদেশী রাজনীতিবিদকে অধিকৃত তিব্বতে প্রবেশ করতে দেয়না চীন। যদিও, এটি রাহুলের একটি অনানুষ্ঠানিক সফর এবং মানস সরোবরে তীর্থযাত্রীদের আগমনে চীনা সরকারের পক্ষ থেকে কোন বাঁধা নেই।

তবুও রাহুলের তীর্থযাত্রাকে নিয়ে বিদ্বেষ শান দিতে ভোলেনি বিজেপি। দলটির মুখপাত্র সম্বিত পাত্র মানস সরোবর তীর্থযাত্রায় রাহুলের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, রাহুলের চীনা প্রীতি কারোরই অজানা নয়। কেন শ্রী রাহুল গান্ধীজী সকল সময়েই চীনা দৃষ্টিভঙ্গি দিয়ে সবকিছু দেখেন? কেন ভারতীয় দৃষ্টিভঙ্গি তার পছন্দ নয়? চীন সফরে তিনি কোন কোন রাজনীতিবিদের সঙ্গে দেখা করবেন? প্রশ্ন করেন, বিজেপি মুখপাত্র।

দোকলামে ভারত ও চীনা সীমান্তরক্ষীদের মাঝে সৃষ্ট উত্তেজনার সময়, দিল্লীতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে রাহুলের সাক্ষাৎ নিয়েও নিন্দা করেছেন তিনি। শ্রী পাত্র বলেন, আমরা জানি তিনি দিল্লীতে চীনা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এসময় তিনি, ভারত সরকারকে এই বিষয়ে জানানোর প্রয়োজনও মনে করেননি। ইন্ডিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়