শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে: শিক্ষামন্ত্রী

রিয়াজ হোসেন : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন ৭১ এর পরাজিত শক্তিরাই বঙ্গবন্ধু ও তার পরিবারকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তিনি বলেন, বাংলাদেশ রাজনৈতিক ভাবে স্বাধীনতা অর্জন করলেও যাতে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হতে না পারে তার জন্য তাকে হত্যা করা হয়।

শুক্রবার মাতৃভাষা ইনস্টিটিউটে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পর তিন বছরে দেশকে গড়ে তোলার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন তা আমাদের দীর্ঘ ইতিহাসের সমস্ত মানুষের আকাঙ্খা ছিল । কিন্তু পাকিস্তানের দোসররা তাকে হত্যা করে বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্থ করেছিল।

শিক্ষামন্ত্রী বলেন, ৬২ যে শিক্ষানীতি ছিল তা বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন কিন্তু তাকে হত্যার ফলে তা বাস্তবায়ন হয়নি। উল্টো পাকিস্তানি ভাবধারায় পাঠ্যপুস্তকে বিকৃত ভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। আমরা চেষ্টা করছি মুক্তিযুদ্ধেও সঠিক তথ্য তুলে ধরে ৬২ শিক্ষানীতি পর্যায়ক্রমে তা বাস্তবায়নের। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগ। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে হলে আমাদের শিক্ষায় বিনিয়োগ করতে হবে। যাতে আমরা আমদানিকারক না হয়ে রপ্তানিকারক ও হতে পারি।

প্রধান আলোচকের বক্তব্যে জাতীয় অধ্যাপক ডঃ রফিকুল ইসলাম বলেছেন, জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের সাথে যারা জড়িত তারাই শেখ হাসিনাকে বিভিন্ন সময় হত্যা চেষ্টা করেছে । তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে এমন নজির পৃথিবীর কোথাও নেই। এসময় বঙ্গবন্ধুর ও তার পরিবার কে হত্যার পিছনে প্রকৃত ইতিহাস উৎঘাটনের দাবি জানান।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন বেসরকারি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বেনজির আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়