শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫১ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার মাঠে গড়াচ্ছে ১৫ কোটি টাকার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

এম এ রাশেদ: প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) আগামীকাল শনিবার থেকে মাঠে গড়াচ্ছে।
নেত্রকোণার বারহাট্রা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু হচ্ছে এ টুর্নামেন্টের।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এসময় উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়।
টুর্নামেন্টটি উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।
সেপ্টেম্বরের ১ম ও ২য় সপ্তাহে উপজেলা পর্যায়ে, ৩য় সপ্তাহে জেলা পর্যায়ে ও ৪র্থ সপ্তাহে বিভাগীয় পর্যায়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ মেগা টুর্নামেন্টে মোট ৫,৫০০টি দল অংশ নিবে। যেখানে অংশগ্রহণকারীদের বয়স যাচাই করা হবে যাতে কারো বয়স (অনূর্ধ্ব-১৭) থেকে বেশি না হয়।
টুর্নামেন্টের মোট বাজেট ধরা হয়েছে ১৫,০০,০০,০০০ (পনের কোটি টাকা)। যেখানে উপজেলা পর্যায়ে- ১০,৯৪,৪৬,২০০ টাকা, জেলা পর্যায়ে- ২,৪৭,৬১,৯০০ টাকা, বিভাগীয় পর্যায়ে- ৩৩,৮৯,৮০০ টাকা এবং জাতীয় পর্যায়ে-১,২৪,০২,১০০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়