শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩২ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় তুফান কান্ডের পর আরেক তরুণী ছুরিকাহত

আরএইচ রফিক,বগুড়া : বগুড়ায় তুফান কান্ডের মতই আরেকটি তরুণী নির্যাতনের ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জিতু খাতুন ( ১৮) নামের তরুনী । তাকে ছুরিকাঘাতে আহত করেছে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের শহর সভাপতি মাহফুজুল আলম জয়ের ছেলে বখাটে অভি ( ২২)। ঘটনাটি বৃহষ্পতিবার সন্ধ্যায় ঘটলেও গতকাল শুক্রবার বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত বগুড়া সদর থানায় কোন মামলা হয়নি, আর মামলা না হবার অজুহাতে পুলিশ গ্রেফতারও করেনি অভিকে । অভিকে না ধরার কারন, তারার বাবার মত চাচারাও বগুড়া শহরের প্রভাবশালী। ফলে ঘটনাটি সম্পর্কে মিডিয়াও নিরব ভুমিকা পালন করছে ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি সম্পর্কে জানা যায় , বগুড়া শহরতলীর পালশা এলাকার নি¤œবিত্ত জাহিদুল ইসলামের মেয়ে জিতু খাতুন স্থানীয় একটি কলেজে পড়াশোনার পাশাপাশি বিউটিশিয়ানের কাজ করতো। জিতু নিজেও সুন্দরী হওয়ায় তার ওপর নজর পড়ে অভির। এরপর সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছিল জিতুকে পাবার। এদিকে বিষয়টি জানতে পেরে জিতুর বাবা মেয়ের বিয়ে ঠিক করে। সোর্স মারফত এখবর জানতে পরে অভির সংগী সাথীরা তাদের বসের নির্দেশে বৃহষ্পতিবার বিকেলে বাদুরতলা এলাকায় যে পার্লারে কাজ করতো জিতু সেখানে তারা হানা দেয়। সবার সামনেই তাকে জোর করে তুলে নিয়ে যায় কার্টনারপাড়ার একটি বাসায় ।

সেখানে দীর্ঘসময় তাকে আটকে অভির কথায় রাজী হতে বলা হয় , জিতু কোনোমতেই রাজী না হওয়ায় তার শরীরের পিছন দিকের গোপন ও স্পর্শকাতর অংশে নিজ হাতে ছুরি বসিয়ে দেয় অভি। এরপর কোথায় কার কাছে কি অভিযোগ করবি, বলে তাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাড়ি থেকে বের হয়ে জিতু স্থানীয় কয়েকজনের সহায়তায় নামজগড়ের বেসরকারি স্বদেশ হাসপাতালে চিকিৎসা নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেবার পর জিতুকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকেই ঘটনাটি ধামচাপা দিতে তৎপর রয়েছে অভির অভিভাবকরা। আহত জিতুর বাবা ও অন্যান্যদের এই বলে শাসানো হচ্ছে ‘ থানায় অভিযোগ বা মিডিয়ায় জানিয়ে কোনো লাভ হবেনা , তার চেয়ে আপোষ করাই ভাল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়