শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০১ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহিংস পন্থায় তরুণদের রাজপথে নামাবে প্রজন্ম বাংলাদেশ : মাহী বি চৌধুরী

রিকু আমির : দেশ গঠনের প্রক্রিয়ার সঙ্গে তরুণ সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রজন্ম বাংলাদেশ প্ল্যান-বি নামে একটি রাজনৈতিক প্রচার অভিযান কর্মসূচি শুরু করবে। ঢাকার কৃষিবিদ ইনস্টিউশনে আগামী ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করা হবে।
প্রজন্ম বাংলাদেশের প্রধান সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী শুক্রবার সকালে বারিধারার বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন।
তিনি প্রজন্ম বাংলাদেশকে বিকল্পধারার সহযোগী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, প্রজন্ম বাংলাদেশ বিকল্পধারা এবং যুক্তফ্রন্টের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
মাহী বলেন, বাংলাদেশের শতকরা ৭৫ থেকে ৮০ ভাগ তরুণ প্রজন্মের।এদের বয়স ৩০ থেকে থেকে ৩৫। কিন্তু দুঃখের বিষয় সংখ্যায় বেশি হলেও এরা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। দেশ গঠনের প্রক্রিয়ায় তরুণ সমাজের অংশীদারিত্ব নেই। এই যুব সমাজ হতাশ। এরা দেশকে তাদের মেধা ও শ্রম দিতে চায়, কিন্তু পারছে না প্রচলিত রাজনীতির কারণে। আমরা যুক্তফ্রন্টের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করেছি, তাদের বলেছি তরুণ সমাজের প্রত্যাশা পুরণ করতে  হবে। আমরা চাই, প্রজন্ম বাংলাদেশ নবীণ ও প্রবীণদের সমন্বয়ে প্রজন্ম বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে।
মাহী বলেন, তরুণ সমাজকে আমরা রাজপথে নামাবো অহিংস পন্থায়। হেলমেটধারীরা আমাদের উপর হামলা চালালেও আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুত হব না। প্রয়োজনে আমরা নিজেদের ‘হাত বেঁধে’ হলেও আমাদের অহিংস কর্মসূচি চালিয়ে যাব।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির সভাপতি আ,স,ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রজন্ম বাংলাদেশের উপ-প্রধান মো. সারোয়ার মোর্শেদ, মহাসচিব যুবরান গাজী, ফারাজ কাজল, শেখ সূচিতা জাহান স্নেহা, শাফি মো, ইমরান সানী প্রমুখ উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়