শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০২ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএম পদ্ধতি প্রতাখ্যান করেছে বিএনপি

শিমুল মাহমুদ : জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি কে বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেন, নির্বাচনের আগে হঠাৎ করেই ইভিএম সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ। সরকারের নিয়ন্ত্রণে ইভিএম পদ্ধতিতে ভোট আয়োজন জাতির সাথে এক ধরনের প্রতারণা। নির্বাচন কমিশন প্রথমে ইভিএম পদ্ধতিকে না বললেও এখন সরকারের চাপে নির্বাচনে ইভিএম ব্যবহারে জোড় দিচ্ছে। ইভিএম পদ্ধতির বিষয়ে আমরা প্রথমেই না বলেছি।

শুক্রবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনকালীন সংকট সমাধানের একমাত্র পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, যে দেশে ব্যাংকের টাকা হ্যাকিং করা যায় সে দেশে নির্বাচনে ভোটগ্রহণে মেশিন ব্যবহার করা নিয়ে কোনভাবেই আস্থা নেই জনগণের। এই মেশিন কারা নিয়ন্ত্রণ করবে? তাদের ওপর আমাদের আস্থা নেই। এই জন্য নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহারের এই সিদ্ধান্ত আমরা প্রত্যাক্ষাণ করি। ব্যালটে ভোট হলে তাতে সমস্যা দেখা দিলে পুনরায় গণনা করা যাবে। কিন্তু ইভিএম-এ সমস্যা দেখা দিলে পুনরায় গণনার কোনো সুযোগ নেই। হ্যাকিং হলেও বোঝার উপায় নেই।

তিনি বলেন, নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে ততই সরকার ষড়যন্ত্র করছে। কিন্তু যতই আরপিও সংশোধন করুন, আর মিথ্যাচার করুন । বাংলাদেশের মানুষ আজকে প্রস্তুত হয়েছে সরকারের অবসান ঘটানোর জন্য। সামনে জাতীয় ঐক্য হবে, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ফিরে পাবে।
জাতীয় ঐক্য নিয়ে মওদুদ আহমেদ বলেন, জনসাধারণ এবং আ.লীগও মনে করে দেশে গণতন্ত্র নেই, কোন আইনের শাসন নেই। তাই দেশে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়েছে। জাতীয় ঐক্য হবে এবং এই ঐক্যের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।

বাংলাদেশ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, সাহা দুলাল তালুকদার খোকন, এম এ হালিম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়