শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৩ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃচ্ছতার পর ইমরানের হেলিকপ্টারে চড়ে অফিস

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: গত ১৯ আগস্ট পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে রাষ্ট্রীয় খরচ কমানোর এক সিদ্ধান্তের কথা জানান। এমনকি তিনি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টসহ সকল উচ্চপদস্থ কর্মকর্তাদের বিমান ভ্রমণ সংক্রান্ত ব্যয় কমানোরও সিদ্ধান্ত নেয়া হয়। এমনকি সদ্য দায়িত্বপ্রাপ্ত এ প্রধানমন্ত্রী তার বাসভবনে মাত্র দুজন পরিচারক ও দু’টি গাড়ি ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

যদিও ক্ষমতা গ্রহণের এগারোদিনের মধ্যেই ইমরান খানের বিরুদ্ধে হেলিকপ্টারে চড়ে তার কার্যালয়ে যাওয়ার অভিযোগ উঠলে এ প্রসঙ্গে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক অভিনব তথ্য জানিয়েছেন। তার ভাষ্যমতে, সাধারণভাবে ইমরান খানের বাসভবন থেকে তার কার্যালয়ের দূরত্ব ১৫ কিলোমিটার, এরফলে গাড়ি ব্যবহার করলে যেখানে প্রটোকলের জন্য বিশাল গাড়ি বহরের প্রয়োজন হয়, অথচ সেখানে হেলিকপ্টারে সময় লাগে মাত্র তিন মিনিট। যানজটও কম হয়।

এ মন্তব্যের পরই তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক গণমাধ্যমজুড়ে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে আকাশপথে সচিবালয়ের দূরত্ব ৮ নটিক্যাল মাইল। এই হেলিকপ্টারে চড়ে এক নটিক্যাল মাইল যেতে ১৬ হাজার রুপি খরচ হয়। ফলে একবারের যাত্রায় খরচ হচ্ছে এক লাখ ২৮ হাজার রুপি। যার ব্যয় ৬ থেকে ৭টি গাড়ি বহরের চেয়ে নি:সন্দেহে অনেক বেশি। ডন, আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়