শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ১০:১০ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লাবের অনুরোধে জাতীয় দল থেকে বাদ সানচেজ !

স্পোর্টস ডেস্ক : আগামী ৭ ও ১১ সেপ্টেম্বর জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে চিলি। সেই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে দেশটির ফুটবল রেফডারেশন। তবে চিলি দলে জায়গা পাননি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অ্যালেক্সিস সানচেজ। বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অনুরোধেই জাতীয় দল থেকে বাদ হয়েছে তাকে।

নতুন মৌসুমে ম্যানইউ’র ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। ফর্মের পাশাপাশি ফিটনেসের সঙ্গে বেশ লড়াই করতে হচ্ছে সানচেজকেও। প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ইউনাইটেডের ৩-২ গোলে হারের ম্যাচে তাকে খেলানো হয়নি। গত সপ্তাহে টটেনহামের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন ২৯ বছর বয়সি ফরোয়ার্ড।

চিলির কোচ রেইনালদো রুয়েদা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের মেডিক্যাল স্টাফের সুপারিশেই সানচেজকে তিনি প্রীতি ম্যাচের দলে রাখেননি। বার্সেলোনা মিডফিল্ডার আরতুরো ভিদাল অবশ্য দলে আছেন। ৬ সেপ্টেম্বর জাপান ও ১০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতে চিলিকে নেতৃত্বও দেবেন তিনি।

সানচেজ চিলির হয়ে খেলেছেন সর্বোচ্চ ১২১ ম্যাচ। গোল করেছেন রেকর্ড ৩৯টি। ২০১৫ ও ২০১৬ সালে আর্জেন্টিনাকে হারিয়ে চিলির টানা দুইটি কোপা আমেরিকা শিরোপা জয়ে বড় অবদান ছিল এই ফরোয়ার্ডের। মেট্রো

  • সর্বশেষ
  • জনপ্রিয়