শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০৬:০৭ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা কারণে চরম সংকটের মধ্যে রয়েছে দল : মির্জা ফখরুল

জান্নাতুল ফেরদৌসী: আগামী কাল (পহেলা সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে মহাসচিবেরও উপলব্ধি, নানা কারণে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দল। তবে প্রতিষ্ঠাকালীন জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে বিএনপি, সমালোচকদের এমন বক্তব্য মানতে নারাজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যমুনা টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, নীতি ও আদর্শ থেকে বিন্দু মাত্র বিচ্যুত হয়নি বিএনপি।

১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বরে ভিন্ন ভিন্ন দলমতের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন জিয়াউর রহমান। এই চার দশকে বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি, মোকাবেলা করেছে বিভিন্ন ঝড়-ঝাপটা। কিন্তু এবারের সংকট বহুমাত্রিক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নিঃসন্দেহে একটি বড় সংকটের মধ্যে রয়েছে। সংকটটি তৈরি করা হয়েছে। সারাদেশে প্রায় ৭৮ হাজার মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের। যাদের সংখ্যা প্রায় ১৫ লাখ। আমাদের সিনিয়র সকল লিডারদের বিরুদ্ধে মামলা রয়েছে।

কোনো কোনো বিশ্লেষক মনে করেন, বিএনপি প্রতিষ্ঠাকালীন নীতি ও আদর্শ থেকে সরে এসেছে। এ মন্তব্যের দ্বিমত করে মহাসচিব আরো বলেন, বিএনপি কখনো তার জায়গা থেকে সরে যায়নি। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা বিএনপির মূল লক্ষ্য। চেয়ারপারসনের নির্দেশনায় শান্তিপূর্ণ আন্দোলনে রয়েছি আমরা। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের জয় হবে। বিএনপিই একমাত্র দল, যে দল পারে মানুষকে মুক্ত করতে।

নির্যাতন নিপীড়ন মোকাবেলা করে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়