শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:৫২ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর স্বৈরশাসনের ভূত শেখ হাসিনার পিঠে : ব্যারিস্টার মঈনুল

রবিন আকরাম : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন মন্তব্য করেছেন, বঙ্গবন্ধুর স্বৈরশাসনের ভূত আজকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পিঠে উঠেছে। শেখ হাসিনার উচিত এই ভূত তাড়ানো। নাহলে দেশ বিরাট সঙ্কটে পড়বে।

বুধবার রাতে চ্যানেল আই-এ “তৃতীয় মাত্রা”র টকশোতে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান শাসনতন্ত্রকে স্বৈরশাসনের “ব্লু প্রিন্ট” বলে মন্তব্য করে মঈনুল হোসেন বলেন, পৃথিবীর কোন দেশে সংসদ বহাল রেখে নির্বাচন হয় না। পাকিস্তান, ভারত, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া কোথাও না। অথচ বর্তমান আওয়ামী লীগ সরকার শাসনতন্ত্রকে এমনভাবে পরিবর্তন করেছে যে, সেখানে নির্বাচিত হওয়ার জন্য ভোটের দরকার নাই। জনগণের ভোট ছাড়া এমপি, মন্ত্রী সব হতে পারে। ফলে একটা বড় সঙ্কট সৃষ্টি হয়েছে, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর শাসনতন্ত্রকে এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে, সেটিই এখন সমস্যার সৃষ্টি করছে।

তিনি আরো যোগ করেন, যারা আওয়ামী লীগকে দিয়ে এটি করিয়েছে তারা আওয়ামী লীগের বন্ধু না। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কারণ আওয়ামী লীগ এই অবস্থায় গণতান্ত্রিক পার্টি হিসেবে জীবিত থাকতে পারবে না। আওয়ামী লীগের জন্ম হয়েছে গণতান্ত্রিক পার্টি হিসেবে, এই দল গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে। কিন্তু আজকে যে শাসনতন্ত্র পরিবর্তন করেছে, এটা একটা স্বৈরশাসনের “ব্ল প্রিন্ট”। ফলে আওয়ামী লীগের যে গণতান্ত্রিক ভাবমূর্তি ছিল সোহরাওয়ার্দী, মানিক মিয়া, বঙ্গবন্ধু গড়ে গিয়েছিল তা ক্ষুন্ন হয়েছে।

‘এর আগেও বঙ্গবন্ধুকে দিয়ে এমন কাজ করানো হয়েছে যেটা তিনি নিজেও কল্পনা করতে পারেন না। তিনি বিচার বিভাগের প্রধান বিচারপতিকে পদচ্যুত করার ক্ষমতা নিয়ে গেলেন, সংবাদপত্রের নিয়ে গেলেন। আজকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পিঠে সে ভূত ওঠেছে। শেখ হাসিনার উচিত এই ভূত তাড়ানো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়