শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা মেডিকেল কলেজ ১৫০টি শিক্ষক পদের বিপরীতে শূন্য ৫৫টি

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) ৫৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে। কলেজটিতে ১৫০টি অনুমোদিত শিক্ষক পদের মধ্যে ৯৫জন শিক্ষক কর্মরত রয়েছে। খালি রয়েছে ৫৫টি শিক্ষক পদ। শিক্ষকের চাহিদা রয়েছে প্রায় দ্বিগুণ। বিপুল সংখ্যক শিক্ষক পদ খালি থাকায় কলেজটিতে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। অনুমোদিত পদের বিপরীতে সবচেয়ে বেশি খালি রয়েছে অধ্যাপক পদে।

সূত্র জানায়, কুমিল্লা মেডিকেল কলেজে অধ্যাপকের ২৪টি অনুমোদিত পদের বিপরীতে মাত্র ৮জন শিক্ষক রয়েছে, খালি রয়েছে ১৬টি পদ। সহযোগী অধ্যাপকের ৩৫টি পদের বিপরীতে ২২ জন শিক্ষক রয়েছে, খালি ১৩টি পদ। সহকারী অধ্যাপকের ৫৪টি পদের বিপরীতে শিক্ষক রয়েছে ২৯জন, খালি রয়েছে ২৫টি পদ। অপরদিকে কিউরেটর, প্রভাষক/ প্যাথলজিস্ট, বায়োকেমিস্ট/ ফার্মাসিস্টের ৩৭টি পদের বিপরীতে একটি পদ খালি রয়েছে।

অধ্যাপক পদে এনটামি ১, ফিজিওলজি ১, ফার্মাকোলজি ১, কমিউনিটি মেডিসিন ১, ফরেনসিক মেডিসিন ১, প্যাথলজি ১, মাইক্রোবায়োলজি ১, সার্জারি ২, অর্থো-সার্জারি ১, শিশু ১, কার্ডিওলজি ১, বার্ন ও প্লাস্টিক সার্জারি ১, ট্রান্সফিউশন মেডিসিন ১ এবং চর্ম ও যৌন বিভাগে ১টি পদ খালি রয়েছে। সহযোগী অধ্যাপক পদে এনাটমি ১, ফিজিওলজি ১, ফার্মাকোলজি ১, ফরেনসিক মেডিসিন ১, প্যাথলজি ১, মাইক্রোবায়োলজি ১, কমিউনিটি মেডিসিন ১, বার্ন ও প্লাস্টিক সার্জারি ১, নিউরোসার্জারি ১, শিশু সার্জারি ১, রেডিওলজি ১ এবং রেডিওথেরাপি বিভাগে ১টি পদ শূন্য রয়েছে। সহকারী অধ্যাপক পদে এনাটমি (পবি) ১, ফিজিওলজি ১, বায়োকেমিস্ট্রি ১, প্যাথলজি ১, ফরেনসিক মেডিসিন (পবি) ১, সার্জারিতে ৩, গাইনি ২, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিটেশন ১, অর্থো- সার্জারি ২, কার্ডিওলজি ১, সাইকিয়াট্রি ১, ট্রান্সফিউশন মেডিসিন ১, ইএনটি ১, এসেথেসিওলজি ১, রেডিওলজি ১, রেডিওলজি ১, পেডিয়াট্রিক সার্জারি ১, পেডিয়াট্রিক নেফ্রোলজি ১, নিওরোলজি ১, ডেন্টিস্ট ১ এবং স্পোটর্স মেডিসিন এন্ড অর্থোসকপি বিভাগে ১ টি পদ খালি রয়েছে । এছাড়া প্রভাষক পদে মাইক্রোবায়োলজিতে খালি রয়েছে ১টি পদ।

শূন্য পদের বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মহসিন উজ্ জামান চৌধুরী জানান, আমাদের ৫৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে। শূন্য পদের কারণে কলেজ ও মেডিকেলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অধ্যাপক পদগুলোর কারণে আমাদের বেশ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। শূন্য পদ পূরণ ও নতুন পদ সৃষ্টির ব্যাপারে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। আশা করি ইতিবাচক ফল পাবো। আমাদের ‍কুমিল্লা

  • সর্বশেষ
  • জনপ্রিয়