শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০১:৫২ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেদারল্যান্ডে মহানবী (স.)‘র ব্যঙ্গচিত্র প্রতিযোগিতা: প্রতিবাদে উত্তাল বিশ্ব

ওমর শাহ: নেদারল্যান্ডের হল্যান্ডে মহানবী হজরত মোহাম্মাদ (স.) কে নিয়ে কার্টুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনায় মুসলিমবিশ্বজুড়ে নিন্দা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এরআগে বুধবার পাকিস্তানে এ প্রতিযোগিতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দেশটির জনগণ। এছাড়া ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হল্যান্ডে এ ধরণের প্রতিযোগিতা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করবে। এ ধরনের পদক্ষেপ বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে হিংসা-বিদ্বেষ ও সহিংসতা উসকে দেওয়ার শামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আফগানিস্তান এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এ প্রতিযোগিতা অসহিষ্ঞু ও ঘৃণার সংস্কৃতি চর্চার সূচনা করবে বলে হুঁশিয়ারি করেছে ইসলামি সহায়তা সংস্থা (ওআইসি)। একইসঙ্গে সংস্থাটি এ প্রতিযোগিতা বন্ধে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

চলতি সপ্তাহে ওআইসি এক বিবৃতিতে জানায়, এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের একশ ৬০ কোটিরও বেশি মুসলিমের হৃদয় ক্ষত বিক্ষত করা হবে। বিশ্বে সাম্প্রদায়িক সহিংসাতও ছড়িয়ে পড়বে।

এছাড়া বুধবার পাকিস্তানের লাহোরে হাজার হাজার মানুষ হল্যান্ডের ইসলামবিরোধী দলের এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভ সমাবেশে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেয়।

এরইমধ্যে ইসলাম বিরোধী কার্টুন প্রতিযোগিতার নিন্দা জানিয়ে পাকিস্তানের সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবও পাস করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশের কয়েকটি ইসলামি রাজনৈতিক দলও এ প্রতিযোগিতার নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস রাজধানীর মুহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করবে বলে জানা যায়।

চলতি বছরের শেষের দিকে হল্যান্ডে হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে দেশটির বিরোধী-দলীয় এমপি গ্রিট উইল্ডারস ঘোষণা করেছেন। সূত্র: আল জাজিরা, উর্দু নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়