শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০৭:০৪ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের পূর্বে সরকারের পদত্যাগের প্রস্তাব তুলে ধরেন জোটের নেতৃবৃন্দ

রফিক আহমেদ : বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বর্তমান সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ নির্বাচন তদারকি সরকার গঠনের প্রস্তাব তুলে ধরেন।

বৃহস্পতিবার পুরানা পল্টন মুক্তিভবনে বাম মোর্চার অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় নেতৃবৃন্দ এ কথা বলেন।

জোটের নেতৃবৃন্দ নির্বাচন কমিশন পুনর্গঠনসহ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার জন্য কালো টাকা, পেশিশক্তি, ধর্মের অপব্যবহার রোধ, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর প্রস্তাব করেন। তারা বলেন গণতন্ত্র না থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় শ্রমজীবী মেহনতি মানুষ।

নেতৃবৃন্দ আরও বলেন দ্বি-দলীয় চক্রের যাঁতাকলে দেশ ও সামজ আজ পিষ্ট। বাম গণতান্ত্রিক জোটকে দ্বি-দলীয় চক্র ভেঙে দেশকে এগিয়ে নিতে হবে। দেশে নিপীড়িত মেহনতি মানুষের কণ্ঠস্বর হিসেবে বাম জোটকে শোষণমুক্তির নেতৃত্ব দিতে হবে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র নেতা ফখরুদ্দিন কবির আতিক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য আজিজুর রহমান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। মতবিনিময় সভা পরিচালনা করেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক জোটের পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের করণীয় উত্থাপন করেন। তিনি গার্মেন্ট শ্রমিকসহ সকল সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধির সংগ্রাম, ক্ষেতমজুরদের ন্যায্য মজুরি ও সারাবছর কাজের নিশ্চয়তার সংগ্রাম, কৃষকদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য প্রাপ্তির যে সংগ্রাম চলছে সে সকল লড়াইয়ের সাথে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক সংগ্রামকে জয়ী করতে হলে সাম্প্রদায়িক শক্তিকে পরাভূত করতে হবে। শিক্ষা-সংস্কৃতির আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম তার বক্তব্যে বলেন, প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে আমরা বাম গণতান্ত্রিক জোট প্রগতির পতাকা উর্ধ্বে তুলে ধরেছি। সমাজের সর্বত্র আজ সংকটে আক্রান্ত। এই সংকট থেকে মুক্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। শাসকশ্রেণির কাছে বাংলাদেশ আজ পরিত্যক্ত ভূমি। এদেশের পরিবেশ-শিক্ষা-সংস্কৃতি-অর্থনীতি অবনতিতে তাদের কিছু আসে যায় না। কারণ বিদেশে রয়েছে তাদের দ্বিতীয় আবাস। আমাদেরকে আশু-মধ্যবর্তী ও দূরবর্তী রাজনৈতিক লক্ষ্য অর্জনের লড়াইকে একইসাথে এগিয়ে নিতে হবে।

শ্রেণি-পেশার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ইয়াসিন, বহ্নিশিখা জামালী, ডা. শাকিল আখতার, আব্দুর রাজ্জাক, অ্যাড. আবু তাহের, শামীম ইমাম, জুলকার নাইন বাবু, বিনয় চাকমা, অ্যাড. জান্নাতুল মরিয়ম, জামসেদ আনোয়ার তপন, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, তসলিমা আক্তার বিউটি, গোলাম মোস্তফা, অ্যাড. মাহবুবুর রহমান, অ্যাড. মন্টু ঘোষ, জাহিদ হোসেন খান, অধ্যাপক আব্দুস সাত্তার, সেলিম মাহমুদ, আবদুল্লাহ শাহরিয়ার সাগর, শামসুজ্জামান হীরা, আব্দুল মান্নান, শম্পা বসু ও আমেনা আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়