শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:৪৪ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের সমালোচনায় মুখর ওয়াটারগেট কেলেঙ্কারির বিখ্যাত প্রতিবেদক কার্ল বার্নস্টেইন

মাহাদী আহমেদ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেছেন ওয়াটার গেট কেলেঙ্কারির বিখ্যাত অনুসন্ধানী প্রতিবেদক কার্ল বার্নস্টেইন। তিনি ১৯৭২ সালে অপর সাংবাদিক বব উডওয়ার্ডের সঙ্গে তিনি ওয়াটারগেট দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন।

২০১৬ সালে ট্রাম্প টাওয়ারে রুশ প্রতিনিধিদের সাথে ট্রাম্পের নির্বাচন ক্যাম্পেইন দলের প্রতিনিধিদের কুখ্যাত বৈঠক নিয়ে গত মাসে সংবাদ মাধ্যম সিএনএনে’র একটি প্রতিবেদনে সহ-লেখকের দায়িত্ব পালণ করেন বার্নস্টেইন।

এর ফলে ট্রাম্প ক্রোধান্বিত হয়ে বুধবার তার ওপর ব্যক্তিগত আক্রমন করে বসেন। গত ২৭ জুলাইয়ের প্রতিবেদনটিতে অজ্ঞাত সূত্রের খবরে বলা হয়, ট্রাম্পের দীর্ঘ সময়ের আইনজীবি মাইকেল কোহেন স্বীকার করেছেন যে, ২০১৬ সালে ট্রাম্প টাওয়ারের রুশ প্রতিনিধিদের সাথে ট্রাম্পের নির্বাচন ক্যাম্পেইন কর্মকর্তাদের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার আগেই ট্রাম্প সেটি সম্পর্কে জানতেন।

তবে ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের সদস্যরা এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এছাড়া কোহেন এটিও উল্লেখ করেননি যে ট্রাম্প মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা নিয়ে তদন্তে মার্কিন আইনপ্রণেতাদের সাথে বৈঠকের সময় এ ব্যাপারে সম্পূর্ণরুপে জ্ঞাত ছিলেন কিনা।

মাইকেল কোহেনে’র অ্যাটর্নি ও মুখপাত্র ল্যানি ড্যাভিস জানিয়েছেন, ২৭ জুলাইয়ের সিএনএন প্রতিবেদনের অন্যতম সূত্র ছিলেন তিনি নিজে।

তবে ড্যাভিসের এ দাবি সিএনএনে’র প্রতিবেদনের বিরোধীতা করে। যেখানে বলা হয়েছে তিনি সেখানে ছিলেন, তবে কোনও মন্তব্য করেননি।

সিএনএন জানিয়েছে, তাদের প্রকাশিত খবরের প্রতি তাদের প্রতিশ্রুতি একশত ভাগ।

ট্রাম্প তার বিরুদ্ধে প্রতিবেদন লেখায় বুধবার বার্নস্টেইন’কে ‘স্বধর্মচ্যুত’ বলে মন্তব্য করেছেন। ট্রাম্পের এ মন্তব্যের প্রেক্ষিতে বার্নস্টেইনও টুইটারে ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেছেন। - সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়