শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:৪২ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানকে দেশ হিসেবে বর্ণনা করে তোপের মুখে আইকিয়া

মাহাদী আহমেদ : তাইওয়ানকে দেশ হিসেবে বর্ণনা করে চীনের তোপের মুখে পড়েছে সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক আসবাবপত্র ও গৃহসজ্জা বিক্রয়কারী প্রতিষ্ঠান আইকিয়া।

তাইওয়ান চীনের ভূরাজনীতির একটি স্পর্শকাতর অংশ। স্বায়ত্তশাষিত এ দেশটিকে চীন তাদের মূলভূখ-ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে থাকে। তবে পশ্চিমা বিশ্বের দেশসমূহ চীনের এ দাবির সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে।

সম্প্রতি সময়ে চীনা কর্তৃপক্ষ তাদের দেশে ব্যবসায় নিযুক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহকে তাইওয়ানকে কোনও স্বাধীন দেশ হিসেবে না দেখিয়ে চীনের অন্তর্গত প্রদেশ হিসেবে প্রদর্শন করার আদেশ প্রদান করে।

যে প্রতিষ্ঠাণগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে এ আদেশ পালনে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এ পরিস্থীতির মধ্যে সম্প্রতি আইকিয়ার একটি পণ্যের প্যাকেজের ছবি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইবো’ এর ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে পণ্যের লেবেলে তাইওয়ানকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখানো হয়েছে।

এর ফলে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীসহ চীনা কর্তৃপক্ষের ব্যাপক তোপের মুখে পড়ে গিয়েছে সুইডিশ এ প্রতিষ্ঠানটি।

চীনা সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা প্রশ্ন তুলছেন, আইকিয়া চীনে ব্যবসা করে মুনাফা অর্জন করে আবার চীনকেই আলাদা করতে চাচ্ছে?

চীনের রাষ্ট্রীয় সংবাদ ট্যাবলয়েড ‘গ্লোবাল টাইমস’ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের এক প্রতিবেদনে লিখেছে, ‘আইকিয়া তাদের ভোক্তা সেবা আইন লঙ্ঘন করেছে। এ জন্য তাদের যত দ্রুত সম্ভব জবাবদিহিতা করতে হবে ও ভুল সংশোধন করতে হবে।’

চীনে আইকিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, আইকিয়া যে দেশেই ব্যবসা করে, সে দেশের নিয়ম-কানুন মেনে চলে। তাইওয়ানে পণ্য সরবরাহের ক্ষেত্রে পণ্যের লেবেলে পরিবর্তন আনা নিয়ে তাদের প্রতিষ্ঠানের পরিষদে আলোচনা চলছে।

তবে কবে নাগাদ তাদের পণ্যের লেবেলে এ পরিবর্তন আনা হবে, সে প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করেননি। - সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়