শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:৫২ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমেকে ৫৫টি শিক্ষক পদ শূন্য

মাহফুজ নান্টু,কুমিল্লা থেকে: কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) ৫৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে। কলেজটিতে ১৫০টি অনুমোদিত শিক্ষক পদের মধ্যে ৯৫জন শিক্ষক কর্মরত রয়েছে। খালি রয়েছে ৫৫টি শিক্ষক পদ। শিক্ষকের চাহিদা রয়েছে প্রায় দ্বিগুণ। বিপুল সংখ্যক শিক্ষক পদ খালি থাকায় কলেজটিতে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। অনুমোদিত পদের বিপরীতে সবচেয়ে বেশি খালি রয়েছে অধ্যাপক পদে।

সূত্র জানায়, কুমিল্লা মেডিকেল কলেজে অধ্যাপকের ২৪টি অনুমোদিত পদের বিপরীতে মাত্র ৮জন শিক্ষক রয়েছে, খালি রয়েছে ১৬টি পদ। সহযোগী অধ্যাপকের ৩৫টি পদের বিপরীতে ২২ জন শিক্ষক রয়েছে, খালি ১৩টি পদ। সহকারী অধ্যাপকের ৫৪টি পদের বিপরীতে শিক্ষক রয়েছে ২৯জন, খালি রয়েছে ২৫টি পদ। অপরদিকে কিউরেটর, প্রভাষক/ প্যাথলজিস্ট, বায়োকেমিস্ট/ ফার্মাসিস্টের ৩৭টি পদের বিপরীতে একটি পদ খালি রয়েছে। অধ্যাপক পদে এনটামি ১, ফিজিওলজি ১, ফার্মাকোলজি ১, কমিউনিটি মেডিসিন ১, ফরেনসিক মেডিসিন ১, প্যাথলজি ১, মাইক্রোবায়োলজি ১, সার্জারি ২, অর্থো-সার্জারি ১, শিশু ১, কার্ডিওলজি ১, বার্ন ও প্লাস্টিক সার্জারি ১, ট্রান্সফিউশন মেডিসিন ১ এবং চর্ম ও যৌন বিভাগে ১টি পদ খালি রয়েছে। সহযোগী অধ্যাপক পদে এনাটমি ১, ফিজিওলজি ১, ফার্মাকোলজি ১, ফরেনসিক মেডিসিন ১, প্যাথলজি ১, মাইক্রোবায়োলজি ১, কমিউনিটি মেডিসিন ১, বার্ন ও প্লাস্টিক সার্জারি ১, নিউরোসার্জারি ১, শিশু সার্জারি ১, রেডিওলজি ১ এবং রেডিওথেরাপি বিভাগে ১টি পদ শূন্য রয়েছে। সহকারী অধ্যাপক পদে এনাটমি (পবি) ১, ফিজিওলজি ১, বায়োকেমিস্ট্রি ১, প্যাথলজি ১, ফরেনসিক মেডিসিন (পবি) ১, সার্জারিতে ৩, গাইনি ২, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিটেশন ১, অর্থো- সার্জারি ২, কার্ডিওলজি ১, সাইকিয়াট্রি ১, ট্রান্সফিউশন মেডিসিন ১, ইএনটি ১, এসেথেসিওলজি ১, রেডিওলজি ১, রেডিওলজি ১, পেডিয়াট্রিক সার্জারি ১, পেডিয়াট্রিক নেফ্রোলজি ১, নিওরোলজি ১, ডেন্টিস্ট ১ এবং স্পোটর্স মেডিসিন এন্ড অর্থোসকপি বিভাগে ১ টি পদ খালি রয়েছে । এছাড়া প্রভাষক পদে মাইক্রোবায়োলজিতে খালি রয়েছে ১টি পদ।

খালি পদের বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মহসিন উজ্ জামান চৌধুরী জানান, আমাদের ৫৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে। শূন্য পদের কারণে কলেজ ও মেডিকেলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অধ্যাপক পদগুলোর কারণে আমাদের বেশ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। শূন্য পদ পূরণ ও নতুন পদ সৃষ্টির ব্যাপারে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। আশা করি ইতিবাচক ফল পাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়