শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাহস থা‌কলে ৩শ’ আসনে ইভিএম দিন: খন্দকার মাহবুব

সাব্বির আহমেদ : বিএন‌পির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হো‌সেন ব‌লেছেন, ‘য‌দি আপনা‌দের সাহস থা‌কে তাহ‌লে এক’শ আস‌নে কেন, পুরো নির্বাচ‌নে ইভিএম দিয়ে দেখান।’ তার অভিযোগ, বর্তমান সরকার তা‌দের ক্ষমতা ধ‌রে রাখার জন্যই কো‌টি কো‌টি টাকা খরচ ক‌রে এক’শ আস‌নে ইভিএমের মাধ্যমে ভো‌টের কার্যক্রম চালু করতে চা‌চ্ছে।

বৃহস্প‌তিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউঞ্জে জাতীয়তাবা‌দী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় ক‌মি‌টির উদ্যোগে ‘বিএন‌পি চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়ার কারা মু‌ক্তি ও নির্দলীয় নির‌পেক্ষ তত্ত্বাবধায়ক সরকা‌রের অধ‌ী‌নে নির্বাচ‌নের দা‌বি‌তে এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

‌এসময় খন্দকার মাহবুব ব‌লেন, ‘দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে বর্তমান সরকারকে হঠাতে হবে। আর সরকারকে হঠাতে হলে গণঐক্য গঠন করতে হবে। তাহলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার সংবিধান-সংবিধান করে। তারাই ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সংবিধান পরিবর্তন করেছে। যে সংবিধান মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। সেই সংবিধান এখন আর মানুষের কল্যাণের জন্য নেই। এখন তা শুধু সরকা‌রের কল্যা‌ণের জন্য ব্যবহার হ‌চ্ছে।’

তিনি আরো বলেন, ‘সারা দেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইলেও দেশে এখন অবৈধ সরকার, তাই তারা এখন ক্ষমতা ছেড়ে দিতে ভয় পাচ্ছে। তারা যেকোনো মূল্যে ক্ষমতাকে ধরে রাখতে চাইছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ডঃ কামাল হোসেন ও বি চৌধুরী জাতীয় ঐক্যর ডাক দিয়েছে। বিএনপি অনেক আগেই দিয়েছিল।’

আ‌য়োজক ক‌মি‌টির সভাপ‌তি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির সহ সাংগঠ‌নিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএন‌পির সভাপ‌তি কাজী আবুল বাশার, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মোঃ রহমতুল্লাহ, র‌ফিক সিকদার, জিনাফ সভাপ‌তি লায়ন মিয়া মোঃ আনোয়ার, শাহাবাগ কৃষক দ‌লের সভাপ‌তি এম জাহাঙ্গীর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়