শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০৩:৪৫ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান চলতি সপ্তাহে পাকিস্তান যাচ্ছেন

কায়কোবাদ মিলন: আগামি মাসের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও এবং সে দেশের সেনাপ্র্রধান জেনারেল জোসেফ এফ ডানফোর্ড সন্ত্রাসবিরোধী আলোচনার লক্ষ্যে পাকিস্তান যাচ্ছেন। তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ন বৈঠক করবেন।

মঙ্গলবার পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নিয়মিত বাহিনীর স্থলে যুক্তরাষ্ট্রের প্রাইভেট বাহিনী স্থলাভিষিক্ত হওয়ার বিষয়টি প্রত্যাখান করেন প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস। জয়েন্ট চীফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল ডানফোর্ড ওই বিফিংয়ে উপস্থিত ছিলেন। তিনি তখন বলেন, দক্ষিণ এশিয়ায় তাদের স্থায়ী স্বার্থ রয়েছে। ওই অঞ্চলে আমরা আমাদের উপস্থিতি ও প্রভাব বজায় রাখতে আগ্রহী।

পেন্টাগনের বিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ম্যাট্টিস বলেন, আমাদের করণীয় আমরা পাকিস্তানকে ব্যাখ্যা করব। বহু দেশের শান্তি কেড়ে নিয়েছে সন্ত্রাস। প্রতিনিধি দলে সেনাপ্রধানের অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন করা হয়, এটা তার প্রকৃত পাকিস্তান সফর না যাত্রাবিরতি। কেননা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী দু’জনই দিল্লিও যাচ্ছেন। তবে মাকিন প্রতিরক্ষামন্ত্রী যে বিষয়টি স্পষ্ট করতে চান, তা হল কয়েকদিন আগে পম্পেওর সঙ্গে ইমরান খানের মধ্যকার আলোচনা শেষে প্রদত্ত বিবৃতি।

পম্পেওর পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে, পাকিস্তান সরকার তা প্রত্যাখ্যান করে বলেছে ,ওই জাতীয় আলোচনা হয়নি। পম্পেও বলেছিলেন, পাকিস্তান থেকে যাবতীয় সন্ত্রাসী কর্মকা- পরিচালিত হয়। এসব বন্ধ করতে হবে। পাকিস্তান বিবৃতি দিয়ে বলেছে, এজাতীয় কোন আলোচনা আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে হয়নি। পেন্টাগনের বিফ্রিংয়ে ম্যাটিস বলেন, আমি এবং পম্পেও ভারত যাচ্ছি। সেখানে আমরা বেশ কয়েকটি চুক্তি করব। ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়