শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০৩:৪২ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১০০ কোটি ডলারে অস্ট্রেলিয়ান টেলিকম জায়ন্টের সঙ্গে একিভূত হচ্ছে ভোডাফোন

নূর মাজিদ: যৌথ ব্যবসায়িক অংশীদারিত্বের চুক্তির ভিত্তিতে একীভূত হচ্ছে ভোডাফোন হাচিসন এবং টিপিজি টেলিকম অস্ট্রেলিয়া। এই চুক্তিটির মূল্য হবে প্রায় ১৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ১১০০ কোটি মার্কিন ডলার। মূলত, অস্ট্রেলিয়ার বাজারে তাদের প্রতিদ্বন্দ্বী টেলস্ট্রা এবং অপ্টাস’কে মোকাবেলা করতেই এই একীভূত হওয়ার পরিকল্পনা নিয়েছে কোম্পানি দুটি।

আলোচ্য চুক্তিতে ভোডাফোন এই ব্যবসায়িক অংশীদারিত্বের ৫০.১ শতাংশের মালিকানা লাভ করবে। বাকি অংশ থাকবে টিপিজি’র অধীনে। বর্তমানে ভোডাফোন অস্ট্রেলিয়া শাখার মালিক হংকং ভিত্তিক সিকে হাচিসন এন্ড ভোডাফোন গ্রুপ। একীভূত হবার পর অস্ট্রেলিয়ার পুঁজিবাজারে একটি যৌথ মূলধনী কোম্পানি হিসেবে নিবন্ধিত হবে উল্লেখিত কোম্পানি দুটি।

এই প্রসঙ্গে ভোডাফোন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ইনাকি বেরোইটা বলেন, এই দুটি কোম্পানির একীভূত হবার মাধ্যমে একটি প্রয়োজনীয় কাঠামো, সক্ষমতা এবং আর্থিকভাবে আরো স্বচ্ছল একটি প্রতিষ্ঠানের জন্ম হবে। স্বাক্ষরিত চুক্তিতে উভয় কোম্পানি লাভবান হয়েছে।

বর্তমানে অস্ট্রেলিয়ার টেলিকম বাজারে টিপিজি’র ৬০ লাখ গ্রাহক রয়েছেন। এই চুক্তির পরপরই হাচিসন টেলিকম অস্ট্রেলিয়ার শেয়ারের বাজারমূল্য ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এছাড়াও টিপিজি টেলিকমের শেয়ারমুল্য বেড়েছে ১৮ শতাংশ।বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়